কারও বেতন নেই তো কারও হাতে কাজ, কীভাবে নাচের স্টেপ তাঁদের মোটিভেট করবে?: অমিত সাধ

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 23, 2021 | 4:18 PM

কীভাবে গোটা দেশে সংকটে ভুগছেন এবং কীভাবে কিছু লোক বিষয়টিকে দৃষ্টিহীনের মতো উপেক্ষা করে চলেছে তা নিয়ে খুব মন খারাপ অভিনেতার। এবং সে কারণেই তিনি ২ এপ্রিল সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কারও বেতন নেই তো কারও হাতে কাজ, কীভাবে নাচের স্টেপ তাঁদের মোটিভেট করবে?: অমিত সাধ
অমিত সাধ।

Follow Us

“আমার দেশ যখন ভুগছে তখন আমি কীভাবে কোনও প্রোজেক্টের বিষয়ে কথা বলতে পারি? আমি কীভাবে এত নির্লজ্জ ও স্বার্থপর হতে পারি, ” প্রশ্ন অভিনেতা অমিত সাধের। কোভিড -১৯ এ হেন সংকটের কারণে লক্ষ লক্ষ মানুষ ভুগছেন, এবং এরই মাঝে বহু সেলিব্রিটি তাঁদের ‘প্রিভিলেজড’ জীবন কাটাচ্ছেন আন্তর্জাতিক ছুটিতে।

এ বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন অভিনেতা। তিনি বললেন, “আমি এখনই নিজের ব্যাপারে চিন্তা করছি না কারণ পৃথিবীর জীবনশক্তি, বিশেষত ভারতে, স্তবদ্ধতার পথে। আমরা কষ্ট পাচ্ছি, তাই আমি কীভাবে কোনও প্রোজেক্টের সম্পর্কে কথা বলতে পারি? আমরা মহামারীর মাঝে রয়েছি এবং আমাদের বুঝতে হবে যে এটি কোনও রকমের রসিকতার বিষয় নয় এবং এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।”

 

 

কীভাবে গোটা দেশে সংকটে ভুগছেন এবং কীভাবে কিছু লোক বিষয়টিকে দৃষ্টিহীনের মতো উপেক্ষা করে চলেছে তা নিয়ে খুব মন খারাপ অভিনেতার। এবং সে কারণেই তিনি ২ এপ্রিল সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

“এটি আমাকে কষ্ট দিচ্ছে। আমার বোকাবোকা ছবিগুলো সরিয়ে রেখে এবং প্রেরণার জোগানোর সেরা সময় এখন। মানুষ মোটিভেট তখন হয় যখন সে খুশি, যখন ওঁর কাছে কাজ আছে” বলেন একচল্লিশ বয়সী অভিনেতা। এখানেই থামেননি অভিনেতা, তিনি আরও বলেন, “কারও কোভিড আছে, কারও বেতন নেই, কারও হাতে কাজ নেই, কারও বাবা-মা অসুস্থ, আমার কোনও কথা বা আমার রিল বা আমার নাচের স্টেপ কিংবা আমার কমেডি কীভাবে তাদের অনুপ্রাণিত করবে? এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার জীবন সম্পর্কে যাবতীয় পোস্ট কিংবা আমি কত দারুণ এবং সবকিছু এত ভাল, এসবের থেকে দূরে সরে যাব।”

Next Article