‘কুম্ভ থেকে ফিরেই কোভিড পজেটিভ হয়েছিলেন বাবা’, জানালেন শ্রবণের ছেলে

Apr 23, 2021 | 3:39 PM

বৃহস্পতিবার রাতে করোনায় মৃত্যু হয়েছে ৯০'র দশকের নাদিম-শ্রবণ সুরকার জুটির শ্রবণের। সঙ্গীতের জগতে নেমে এসেছে বিষাদের ছায়া।

কুম্ভ থেকে ফিরেই কোভিড পজেটিভ হয়েছিলেন বাবা, জানালেন শ্রবণের ছেলে
শ্রবণ রাঠোর।

Follow Us

করোনার (COVID) দ্বিতীয় সংক্রমণের আবহে কুম্ভ মেলা বারবার শিরোনামে উঠে এসেছিল। ঠাসাঠাসি ভিড়, মাস্কহীন পুণ্যস্নান ভয় বিস্তার করেছিল সকলের মনে। এ বার সদ্য প্রয়াত সুরকার শ্রবণ রাঠোরের ছেলে সঞ্জীব সংবাদমাধ্যমকে জানালেন কুম্ভ মেলা থেকে ফিরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা। আক্রান্ত তিনি এবং তাঁর মা-ও।

বৃহস্পতিবার রাতে করোনায় মৃত্যু হয়েছে ৯০’র দশকের নাদিম-শ্রবণ সুরকার জুটির শ্রবণের। সঙ্গীতের জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। এরই মধ্যে সঞ্জীব জানাচ্ছেন, “কোনওদিন ভাবিনি আমার পরিবার এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাবে। বাবা মারা গেলেন। আমার মা কোভিডে আক্রান্ত। আমিও আক্রান্ত। আমার ভাইয়ের রিপোর্টও পজেটিভ এসেছে। আমি এবং মা পাশাপাশি বিছানায় একই হাসপাতালে ভর্তি রয়েছি। অন্যদিকে আমার ভাই বাড়িতে আইসোলেশনে রয়েছে।” বাবার মৃত্যুতে মা যে একেবারেই ভেঙে পড়েছেন সে কথা জানিয়েছেন শ্রবণ পুত্র।

আরও পড়ুন– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতার

আরও পড়ুন– করোনা কাড়ল জীবনের সুর, প্রয়াত আইকনিক ‘নদিম-শ্রবণ’ জুটির শ্রবণ রাঠোর

ভেঙে পড়েছেন তাঁর দীর্ঘদিনের সাথী নদিম। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “আমি ভেঙে পড়েছি। ভীষণ কষ্টে আছি। আমার এতদিনের বন্ধু, আমার পার্টনার আর নেই। চারিদিকে এক গভীর শূন্যতা। আমাদের নিয়মিত কথা হতো।”
করোনার লাগামছাড়া গোটা দেশজুড়ে। অক্সিজেনের হাহাকার, বেডের অভাব ইত্যাদি নিয়ে নাকাল দেশবাসী। দিন দিয়েক আগে করোনা কেড়েছে কবি শঙ্খ ঘোষকে। মারা গিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী কবরীও। এ বার চলে গেলেন শ্রবণ।

Next Article