তিনি মারা যাননি! ‘গুজব’ নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তাবাসসুম

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 23, 2021 | 3:38 PM

তাঁর ছেলে বলেন “আমরা খুব যত্নশীল ছিলাম, আমাদের প্রাঙ্গণে কাউকে অনুমতি দেওয়া হয়নি, তবুও এটি ঘটেছে। আমরা কোভিড -১৯ এর কারণে বাইরে শুটিং করছি নাস বাড়িতে শুটিং করছিলাম। তবে ধন্যবাদ যে এখন সে (তাবাসসুম) অনেকটাই সুস্থ।

তিনি মারা যাননি! গুজব নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তাবাসসুম
তাবাসসুম।

Follow Us

বর্ষীয়ান অভিনেত্রী এবং টক-শো হোস্ট তাবাসসুম নিজের মৃত্যু নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টুইটার হ্যান্ডেলে লিখলেন, ‘আপনাদের শুভেচ্ছার কারণে আমি সুস্থ, স্বাস্থ্যবান এবং পরিবারের সঙ্গে রয়েছি। আমাকে নিয়ে যে গুজব চলছে তা একেবারেই মিথ্যা। আমি প্রার্থনা করি যে আপনারা সবাই আপনার বাড়ির ভিতরে নিরাপদে থাকুন।’

 

আরও পড়ুন আমি ‘হিউম্যান’-এর মতো সাবজেক্টের মুখোমুখি হইনি: শেফালি শাহ

 

তাঁকে নিয়ে একের পর পোস্টে লেখা হচ্ছিল, তিনি মারা গিয়েছেন। সম্প্রতি তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। তাঁর ছেলে হোশাং গোভিল সংবাদ সংস্থা পিটিআইকে এ সংবাদ জানিয়ে ছিলেন। হোশাং ৭৬ বছর বয়সী অভিনেত্রী একটি ছবিও শেয়ারও করেন। হাসপাতাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে আসছেন অভিনেত্রী, আঙুল দিয়ে দেখানো ভিক্ট্রি সাইন। ক্যাপশনে লেখেন ‘তার ভক্তদের ভালবাসা এবং আশীর্বাদে তাবাসসুম গোবিল রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তিনি বাড়িতে ফিরছেন। তিনি কোভিড -১৯ ভাইরাসকে পরাজিত করেছেন এবং একজন যোদ্ধার মতো ফিরে এসেছেন… ঈশ্বর মহান’।

 

 

হোশাং আরও বলেছিলেন, “আমরা খুব যত্নশীল ছিলাম, আমাদের প্রাঙ্গণে কাউকে অনুমতি দেওয়া হয়নি, তবুও এটি ঘটেছে। আমরা কোভিড -১৯ এর কারণে বাইরে শুটিং করছি নাস বাড়িতে শুটিং করছিলাম। তবে ধন্যবাদ যে এখন সে (তাবাসসুম) অনেকটাই সুস্থ। ঠিক হয়ে উঠলে, তিনি তার সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দেবেন।” সোশ্যাল মিডিয়ায় এ খবরও ছড়ায় যে তাবাসসুম আলঝাইমার রোগে ভুগছিলেন। হোশাং মায়ের সম্পর্কে এই ভঁয়ো খবরে বলেন “আমি রুষ্ট হয়েছি। লোকেরা কীভাবে তাঁর ছবি ছড়িয়ে দিতে পারে এবং এমন একটি গুজব শুরু করতে পারে যে তার আলঝাইমার রয়েছে? তার কোনও আন্ডারলাইং রোগ নেই। এটি ভুঁয়ো খবর এবং একেবারেই অসম্মানজনক। তাঁর কোনও হৃদরোগ, ডায়াবেটিসে রোগী নন”। দূরদর্শনে দীর্ঘদিন ধরে চলতে থাকা শো ‘ফুল খিল হ্যাঁয় গুলশান গুলশান’-এর হোস্ট করার জন্য তাবাসসুম ভীষণভাবে পরিচিত। তিনি হিন্দি সিনেমার স্বর্ণযুগ বিষয়ক এক শো—’অভি তো তো মৈ জওয়ান হুঁ’ অনুষ্ঠানটিও হোস্ট করেছিলেন।

Next Article