আট-আটটি ফিল্ম! ইয়ামি গৌতমের (Yami Gautam) ঝুলিতে রয়েছে আটটি ফিল্ম। একের পর এক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। ‘ভুত পুলিশ’-এর শুটিং সবে শেষ করলেন তিনি, ‘দসভি’ ছবির জন্য অনুশীলন শুরু তরেছেন ইয়ামি। আগ্রায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং। ইয়ামির বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন।
আরও পড়ুন সামনে ভ্যালেন্টাইস ডে, কী পরিকল্পনা সলমন খানের?
‘দসভি’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, “পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য অপেক্ষায় রয়েছি। এর কারণ এটা যে কিরণ বেদীকে দেখে বড় হয়েছি, উনি আমার অনুপ্রেরণা। হরিয়ানভি ভাষা শেখা আমার কাছে দারুণ হবে। আরেকটা ছবি যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড সেটা হল ‘থার্সডে’। ‘ওয়েডনেস ডে’-র সিরিজের দ্বিতীয় ছবি। আমি এতটা খুশি আগে হইনি। এরকম ভাল স্ক্রিপ্ট এর আগে আমি পড়িনি। ছবিটি পরিচালনা করছেন বেহজাদ খামবাতা। আমি একজন প্লেস্কুলের শিক্ষিকা যে ছাত্রদের অপহরণ করে।”
অনিরুদ্ধ রায় চৌধুরির ছবিতেও রয়েছেন ইয়ামি। অপরাধমূলক সাংবাদিকতা নিয়ে তৈরি ছবির গল্প।
ন’বছরের ফিল্ম কেরিয়ারে এমনও বছর ইয়ামি দেখেছেন যখন তাঁর কাছে মাত্র একটি ছবি ছিল। আর এখন তাঁকে শুনতে হয় তিনি ভীষণ চুজি।
“অনেকে বলেন আমি কেন এত চুজি? একজন তখনই চুজি হতে পারে যখন তাঁর কাছে অনেক অপশন তাকে (হাসি)। তখন একটা ছবি শেষ করে আরেকটা ছবি করতে হয়। ‘ভিকি ডোনার’ (২০১২) যার জন্য আমি ভীষণ গর্ববোধ করি এবং তারপর ‘কাবিল’ (২০১৭) এর পর সবকিছু বদলাতে শুরু করে। তারপর ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ (২০১৯), হল তারপর ‘বালা’ হল। তারপর মানুষের ভঙ্গি বদলাতে শুরু করল, সবকিছু চলতে শুরু করল।” বললেন ইয়ামি।
তাঁর মতে প্রত্যেকের একটা জার্নি থাকে।আর যখন কেউ এক স্বনির্মিত পথে রয়েছেন, তখন তাঁর ধৈর্য এবং স্থিরতা থাকলে সব এগতে থাকে।
ইয়ামি গৌতম বলেন, “আমার ফোকাস নির্দিষ্ট ছিল, সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি বুঝেশুনে স্ক্রিপ্ট নির্বাচন করি কারণ আমি একজন বহুমুখী অভিনেতা হয়ে উঠতে তা আমাকে সাহায্য করে। আমি এটাই সবসময় বিশ্বাস করি। আমি আমার মতো থাকতে চাই তবে অন স্ক্রিনে দর্শক এবং নিজেকে অবাক করতে চাই।এবং দেখতে চাই আর কী কী আমি করতে পারি।”