ইমন চক্রবর্তী, গায়িকা বরাবরই শ্রোতাদের মন জয় করে এসেছেন একের পর এক গান উপহার দিয়ে। ইমনের অধিকাংশ গানই শ্রোতাদের মন কেড়েছে। ফলে বিভিন্ন মহল থেকে মাঝে মধ্যেই ডাক পেয়ে থাকেন তিনি। কখনও কনসার্ট, কখনও আবার পাড়ার অনুষ্ঠান, বিশেষ করে শীত পড়লেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা বাড়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব মাঝেই ডাক পড়ে সেলেবদের। তার মাঝেই সময় করে দর্শকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিয়ে থাকেন তিনি। কখনও তাঁর ব্যগে কী করেছে, কখনও আবার প্রসঙ্গ নানা ছোট ছোট মজার বিষয়। যা আমরা পারিপার্ষিক পরিবেশেষ দেখে থাকি। এবার কোথাও একটা যাওয়ার পথে গাড়িতেই একটি ভিডিয়ো বানিয়ে ফেললেন গায়িকা। যা বেশ মজার।
সমাজের বিশেষ এক শ্রেণির মানুষের কথা এদিন তিনি উল্লেখ করলেন। যাঁরা বেশ মজার। যাঁদের প্রশ্নেই থাকে উত্তর লুকিয়ে। সেই তালিকায় তাঁর মাও পড়েন বলে দাবি করলেন গায়িকা। তাঁরা কারা জানেন? যাঁরা সবটা দেখেও সেই একই প্রশ্ন করে থাকেন। যেমন, কোনও ছোটবাচ্চা স্কুলে যাচ্ছে দেখলে, তাকে প্রশ্ন করা হয়– তুমি স্কুলে যাচ্ছো? কেউ বাড়ি ফিরলে তাঁকে প্রশ্ন করা হয়, বাড়ি ফিরছো? ইমনের কথায়, তাঁরা তো দেখতে পাচ্ছেন, তাও একই প্রশ্ন কেন করছেন।
এখানেই শেষ নয়। পাল্টা ডেমো দিতে গিয়ে তিনি গাড়ির মধ্যে তেমনই এক আলোচনা শুরু করে দিলেন। নিজের ড্রাইভারকে প্রশ্ন করলেন- তুমি গাড়ি চালাচ্ছো? পাল্টা তাঁকেও প্রশ্ন করা হয়, তোমার হাতে কি ফোন, তুমি কি ভিডিয়ো করছো? ইমনের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা নেহাচই কম নয়। তাই মাঝে মধ্যেই তিনি হাজির হন লাইভে কিংবা কোনও ভিডিয়ো পোস্ট করে থাকেন। যা পলকে দর্শকদের নজরে জায়গা করে থাকে।