AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘… বেরিয়ে এলাম’, অনুভূতির কথা জানাতেই ইমনকে তুমুল তুলোধনা! বাধ্য হয়েই…

Iman chakraborty: সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। তবে সেই কথার কারণে যে তাঁকে পড়তে হবে এমন ফ্যাসাদে তা হয়তো নিজেও বুঝতে পারেননি ইমন।

'... বেরিয়ে এলাম', অনুভূতির কথা জানাতেই ইমনকে তুমুল তুলোধনা! বাধ্য হয়েই...
| Updated on: Jul 23, 2024 | 5:42 PM
Share

সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। তবে সেই কথার কারণে যে তাঁকে পড়তে হবে এমন ফ্যাসাদে তা হয়তো নিজেও বুঝতে পারেননি ইমন। জানিয়েছিলেন নিজের মনের কথা। জানিয়েছিলেন একবারেই ভাল লাগেনি তাঁর সুপারহাইপড ছবি কল্কি ২৮৯৮! তবে তা জানাতেই সামাজিক মাধ্যমে নেটজেনদের একটা বড় অংশ কার্যত রে-রে করে এলেন তাঁর দিকে। শুধু কি তাই? ওই পোস্টেও মুছে দিতে হল তাঁকে।

কী লিখেছিলেন ইমন? ইমন লেখেন, “অনেকদিন পর সিনেমা হল থেকে হাফেরও কম দেখে বেরিয়ে এলাম কল্কি ২৮৯৮।” ইমনের সঙ্গে যারা সহমত হননি তাঁদের একাংশ লেখেন, “সেকেন্ড হাফ তো অনেক বেশি ভাল। কেন দেখলেন না?” আর একজনের বক্তব্য, “আপনি তারকা। ছবি পছন্দ নাও হতে পারে। তবে তাঁর নেতিবাচক প্রচারের অধিকার আপনাকে কেউ দেয়নি।” এর পরেই বাধ্য হয়েই ওই পোস্ট মুছে দেন ইমন। যদিও তা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ইমনের ভাল না লাগলেও ছবিটি গোটা দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। ছবিতে রয়েছে সিনেমা জগতের তাবড় মুখেরা। এর মধ্যে রয়েছেন প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো নামজাদা তারকারা। কেমিও চরিত্রে দেখা গিয়েছে রাজামৌলি, রামগোপাল বর্মার মতো পরিচালকদের।