‘আমি কখনও ভাবিনি’, অস্কারে গান, TV9 বাংলাকে কী বললেন ইমন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 03, 2024 | 5:03 PM

Iman Chakraborty: অতীতে বাংলা গান অস্কার মঞ্চে জায়গা করতে পারেনি। এবার সেই সম্মান পায়নি। মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। খবর সামনে আসার পরই ইমনের সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। 

আমি কখনও ভাবিনি, অস্কারে গান, TV9 বাংলাকে কী বললেন ইমন

Follow Us

ইমন চক্রবর্তী, বরাবরই তাঁর গান অনুরাগীদের মন জয় করে এসেছে। সে সিনেমায় হোক, কিংবা কনসার্ট, ইমন মানেই সকলের কাছে এক বাড়তি পাওনা। ইতিমধ্যেই জাতীয় পুরস্কার উঠে এসেছে তাঁর হাতে। এবার অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেম ইমন চক্রবর্তী। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। অতীতে বাংলা গান অস্কার মঞ্চে জায়গা করতে পারেনি। এবার সেই সম্মান পায়নি। মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। খবর সামনে আসার পরই ইমনের সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা।

মুখে হাসি নিয়ে ইমন বলেন, “আমি সারেগামাপা-র শুটিং-এ আসছিলাম, তখন আমাকে এই গানের সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায় ও ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় তাঁরা ফোন করে জানালেন যে এটা মনোনয়ন পেয়েছে, আমি এটা কখনও ভাবিনি। এটা কেউ কখনও ভাবে না। খুব আনন্দ হচ্ছে। আমি এই নমিনেশনকে পরিবার ও বাংলা ইন্ডাস্ট্রিকে উৎসর্গ করতে চাইব। বাংলার সমস্ত দর্শক শ্রোতাবন্ধুদের উৎসর্গ করতে চাই। গানটায় তো ভীষণ প্রাণ রয়েছে। এই ধরনের গানগুলো আমার গাইতে খুব ভাল লাগে। তাই গানটার প্রস্তাব যখন পেয়েছিলাম খুবই আনন্দ হয়েছিল, যখন খবরটা পেয়েছিলাম। আমি আমার ১০০ শতাংশ দেওয়া চেষ্টা করেছি। এই গানটা যতটুকুই যাক না কেন, যে স্তরেই পৌঁছে যাক না কেন, সেটাই আমাদের কাছে প্রাপ্তী। আমাদের বাংলা গান এতদূরে পৌঁছে গিয়েছে, সেটাই আমাদের কাছে আনন্দের।”

Next Article