বয়ফ্রেন্ডের কোভিড হয়েছে। তাই জন্মদিনে আলিয়ার যে মন খুব ভাল ছিল তা নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছাবার্তায় মন ভরে গিয়েছে অভিনেত্রীর। ইনস্টা স্টোরিতে বন্ধু-সহকর্মীদের শুভেচ্ছাও রিপোস্ট করেছেন। গতকাল ইনস্টাতে নিজের ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন পরিচালক সুদেষ্ণা রায়
পোস্ট করেছেন আলিয়ার জীবনের সবচেয়ে প্রিয় নারীদের ছবিও। কারা তাঁরা? আলিয়ার পোস্ট করা ছবিতে রয়েছেন, আলিয়ার মা সোনিয়া রাজদান, দিদি শাহিন ভাট, রণবীর কাপুরের মা এবং হবু শাশুড়ি মা নীতু কাপুর এবং আলিয়ার দুই টিম মেম্বার, গ্রিশ এবং পুনীত বি সাইনি।
ছবিতে থাকা প্রত্যেক মানুষের মুখে চওড়া হাসি। ছবিটি রি-শেয়ার করেন নীতু কাপুর, ক্যাপশনে লেখেন, ‘কিছু বিশেষ মানুষদের সঙ্গে কিছু খুশির মুহূর্ত।’
গতকাল শাহিন ভাট বোন আলিয়ার সঙ্গে তোলা এক মিষ্টি ছবি পোস্ট করে লেখেন, “আমার অ্যাঞ্জেল গার্ল, তুমি অসংখ্য উপায়ে জীবনকে আরও উন্নত করে তুলেছ। তুমি আমার আয়না, আমার সাক্ষী, আমার সহযোগী, আমার সমর্থন, আমার শ্রোতা, আমার সমালোচক, আমার চিয়ারলিডার, আমার বিনোদন, আমার বোন, আমার সন্তান, আমার মা এবং আমার প্রিয় বন্ধু সব কিছু খুব সুন্দর এবং এলোমেলো প্যাকেজে পরিণত হয়েছে।”
তিনি আরও লেখেন, “গত বছর, আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল এবং এই জার্নিতে তোমাকে সহযাত্রী হিসাবে পেয়ে আমার খুব ভাগ্যবান। তুমি আমার জীবনে এত আনন্দ, বিচারবুদ্ধি এনেছ এবং আমি সত্যিই জানি না যে আমি কী করব তোমাকে ছাড়া। শুভ জন্মদিন, সুইটি।