কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন পরিচালক সুদেষ্ণা রায়

আবার দেশে করোনা গ্রাফ উর্ধ্বগামী। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪।

কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন পরিচালক সুদেষ্ণা রায়
ভ্যাকসিন নিলেন সুদেষ্ণা।
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 12:12 PM

সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র থেকে নিলেন ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম ডোজ়। পরিচলাককে ফোনে ধরা হলে তিনি বলেন, “শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র থেকে ভ্যাকসিন নিলাম। তবে এটা প্রথম ডোজ, ফের আঠাশ দিন বাদে দ্বিতীয় ডোজ় নেব।” তিনি আরও বলেন, “ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা আবশ্যক।”

 

আরও পড়ুন করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, রয়েছেন সিঙ্গাপুরে

 

 

 

ভ্যাকসিন নেওয়ার পর সুদেষ্ণা রায় ফেসবুকে লেখেন, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম…কোভিশিল্ড’।
শুধু সুদেষ্ণা রায়ই নন। কিছুদিন আগে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বাবাও ফাল্গুনী চট্টোপাধ্যায়ও নেন ভ্যাকসিন। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নেওয়ার সময়ের এক ছবি পোস্ট করে লেখেন, ‘ভ্যাকসিনে যাদের এখনও সামান্যতম দ্বিধা আছে তাদের জন্য—হ্যাঁ, সম্ভব হলে আজই নিন করোনা ভ্যাকসিন। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়াহীন। মাত্র ঘন্টা দু’য়েকের মামলা। নিশ্চিন্তে বাঁচুন। ভেবেছিলাম ব্যথা লাগবে। আশঙ্কায় মুখ কুঞ্চিত। কিন্তু একেবারে ব্যথাহীন।’

 

আবার দেশে করোনা গ্রাফ উর্ধ্বগামী। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪। খারাপ খবরের মধ্যেও ভাল খবর এটাই যে  সাধারণ মানুষ থেকে বলি-টলি সেলেবরা কোভিড ভ্যাকসিনে ভরসা রাখতে শুরু করেছেন।