Prosenjit-Jeet:  বাংলা নববর্ষে একসঙ্গে নতুন রূপে প্রসেনজিৎ এবং জিৎ

Prasenjit-Jeet: ‘রাবণ’ ছবির পর নতুন অবতারে জিৎ। তাঁর পরবর্তী ছবি ‘চেঙ্গিজ’।

Prosenjit-Jeet:  বাংলা নববর্ষে একসঙ্গে নতুন রূপে প্রসেনজিৎ এবং জিৎ
প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 3:21 AM

নববর্ষে বাংলায় নতুন ছবির ঘোষণার একটা রেওয়াজ রয়েছে। সেই প্রথাকে এগিয়ে নিয়ে যান অভিনেতা-প্রযোজক জিৎ। বাংলা সাল ১৪২৯-এও ব্যতিক্রম হল না তার। জিতের প্রযোজনা সংস্থা থেকে নববর্ষের দিন একদিকে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) ছবির টিজার সামনে এল, তেমনই জিৎ (Jeet) অভিনীত ‘চেঙ্গিজ’ (Chengiz) ছবির প্রথম লুকও দর্শকের কাছে পৌঁছে দেওয়া হল। টলিউডের দুই তারকা একেবারে ভিন্ন লুকে আসতে চলেছেন তাঁদের পরবর্তী ছবিতে।

‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিতের লুক আগেই দর্শক দেখেছেন। প্রায় চুলহীন মাথায় বয়স্ক নির্মল মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন টালিগঞ্জের বুম্বা। সৌভিক কুন্ডু পরিচালিত ছবির টিজারের শুরুটাও একটু অন্য রকম। “একটি ছোট্ট মেয়ে তার বুম্বা আঙ্কেলকে জিজ্ঞাসা করছে, তুমি কতগুলো ছবিতে অভিনয় করেছ? উত্তরে টালিগঞ্জের ইন্ডাস্ট্রি হেসে জানাচ্ছেন, ‘সে কি সব মনে রাখা যায়’। তবে কিছু চরিত্র থাকে, যারা ছেড়ে যেতে চায় না…, যেমন নির্মল মণ্ডল”। এখান থেকেই গল্পের মধ্যে ঢুকছে ‘আয় খুকু আয়’। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি এই ছবিতে প্রসেনজিতের মেয়ে বুড়ির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। রাসমণি রূপে টেলিভিশনের পর্দায় সকলের মন জয় করেছেন দিতিপ্রিয়া। এবার পর্দায় তাঁর অভিনয় কেমন হয় সেটা জানা যাবে ২৭ মে। ছবি মুক্তি পাচ্ছে এই তারিখে।

নতুন ছবির লুক

অন্য দিকে ‘রাবণ’ ছবির পর নতুন অবতারে জিৎ। তাঁর পরবর্তী ছবি ‘চেঙ্গিজ’। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ৯০-এর দশকের অন্ধকার জগতের কোনও এক ডনের চরিত্রে অভিনয় করছেন জিৎ। তাঁর লুক সেই ইঙ্গিতই দিচ্ছে। কী রয়েছে সেই লুকে? চোখে রোদ চশমা, হাতে জ্বলন্ত চুরুট, লম্বা জুলফি, ফ্রেঞ্চকাট দাড়ি- জানান দিচ্ছে চেঙ্গিজের শৌখিনতা। পোস্টারে আরও দেখা যাচ্ছে, গদিতে মোড়া চেয়ারে বসে, চারপাশে উড়ছে টাকার নোট- ছবির তলায় লেখা ‘একজন যার কোনও সীমানা নেই, নেই কোনও সীমা ’! এর পর যে কেউ-ই বুঝে যাবেন ঠিক কোন ভূমিকায় পাওয়া যাবে জিৎ-কে। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, বিশেষ দুটি চরিত্রে রয়েছেন শতাফ ফিগার এবং মুম্বইয়ের রোহিত রায়।

আরও পড়ুন-Abhishek Bachchan-Dasvi:  অভিষেক বচ্চনকে দেখে অনুপ্রাণিত জেলবন্দিরা কী করলেন?

আরও পড়ুন-Kartik Aaryan-Bhool Bhulaiyaa 2: ‘আমি যে তোমার’ গানের মধ্যে দিয়ে কার্তিক ফিরিয়ে আনলেন মঞ্জুলিকা স্মৃতি!

আরও পড়ুন-Vivek Agnihotri-The Delhi Files:  দিল্লির কোন ঘটনা এবার বিবেকের ছবির বিষয় হতে চলেছে?