তাঁর প্রথম বিয়ে খুব একটা সুখের হয়নি। তাই জীবনকে আরও এক নতুন সুযোগ দিলেন বাংলাদেশি নায়িকা। তিনি হলেন ওপার বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় মুখ। কথা হচ্ছে অভিনেত্রী তানজিকা আমিনের। তাঁর স্বামীর নাম সইফ বাসুনিয়া। সকলের উপস্থিতি এবং আশীর্বাদ নিয়েই নতুন পথ চলা শুরু করলেন তানজিকা আমিন এবং সইফ বাসুনিয়া।
শোনা গিয়েছে, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন তাঁরা।সাইফ অস্ট্রেলিয়ায় থাকেন, গত ২৫ বছর ধরে সেখানেই থাকেন তিনি । নিজের দ্বিতীয় বিয়ের কথা তানজিকা আমিন নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে নায়িকার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিস্তর সমালোচনা। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত।
চলতি মাসেই তাঁদের বিয়ের পরবর্তী যে আচার অনুষ্ঠান আছে সেগুলো সম্পন্ন হবে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন স্বামীর সঙ্গে। ২০১৮ সালে তাঁদের সইফের সঙ্গে আলাপ হয় তাঁর । সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। বিয়ের পর কি তবে তিনি আর অভিনয় করবেন না? এমন প্রশ্ন উঠছে চারিদিকে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একেবারে অভিনয় ছেড়ে দিচ্ছেন ব্যাপারটা একেবারেই নয়। তিনি কিছু দিন অস্ট্রেলিয়া, বাংলাদেশ যাতায়াত করবেন। তাই একেবারে যে অভিনয় ছেড়ে দিচ্ছেন তেমনটা একেবারেই নয়।