সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তুরস্কের শুটার ইউসুফ ডিকেক। তাঁর ছবি শেয়ার করে লম্বা-লম্বা পোস্ট করছেন নেটিজ়েনরা। সল্ট অ্যান্ড পেপার চুলের এই বন্দুকবাজ অভিনব কায়দায় শুট করে এবারের প্যারিস অলিম্পিকে জিতে দিয়েছেন রুপোর পদক। সাদা টি-শার্ট পরে, বাঁ হাত পকেটে রেখে এমন এক কায়দায় শুটিং করেছেন তিনি, যা দেখে ভাল লাগায় মহিলাদের হাঁটু কেঁপেছে, পুরুষদের অহংকার বেড়েছে। নেটের পাতায় মহিলারা লিখেছেন, “এতদিন কোথায় ছিলে…”।
তাঁর চেহারার সঙ্গে ভারতীয় অভিনেতা আদিল হুসেনের আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন নেটিজ়েনদের একটা বড় অংশ। ইউসুফকে তাঁরা আদিল ভেবে বসেছেন এবং অভিনেতাকে শুভেচ্ছাবার্তাও পাঠাতে শুরু করেছেন। তা দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন আদিল স্বয়ং। কী বলেছেন তিনি?
টুইট করেছেন অভিনেতা আদিল হুসেন। লিখেছেন, “আমি ব্যাপারটা দেখালাম। খুবই ফানি।”
ইউসুফ ডিকেকের বর্তমান বয়স ৫১ বছর। অতীতে তিনি নাকি ছিলেন সেনাবাহিনীর এক সৈনিক। লেন্স ছাড়া, চোখে কভার না পরে, বাঁ হাতটা পকেটে রেখে লক্ষ্যভেদ করেছেন। রুপোর পদক জিতে নিয়েছেন ইউসুফ। তাঁর এই সোয়্যাগে গা ভাসিয়েছে নেটদুনিয়া। তড়তড়িয়ে বাড়ছে তাঁর অনুরাগী সংখ্যা।
তবে একটা কথা না বললেই নয়, ইউসুফের সঙ্গে চেহারাগত মিল আছে বলে কি ইউসুফের বায়োপিকে আদিলকে তাঁর চরিত্রটা দেওয়া হবে? ছবি নির্মাতারা ভেবে দেখতে পারেন বিষয়টা…