বিগবস কি ‘স্ক্রিপটেড’? মুখ খুললেন অভিনব-রুবিনা

বিহঙ্গী বিশ্বাস | Edited By: arunava roy

Mar 16, 2021 | 6:20 PM

সদ্য বিগবস ১৪ জিতে এসেছেন রুবিনা। ওই শো'য়ে পঞ্চম স্থান অধিকার করেন রুবিনার স্বামী অভিনব।

বিগবস কি স্ক্রিপটেড? মুখ খুললেন অভিনব-রুবিনা
রুবিনা-অভিনব।

Follow Us

বিগবস কি স্ক্রিপটেড? প্রতিযোগীদের রাগ, কষ্ট, প্রেম– সবই কি টিআরপি’র খেল? সত্যিকারের ইমোশন নাকি লাইমলাইটে থাকার মরিয়া প্রচেষ্টা? সত্যি কোনটা? মুখ খুললেন বিগবস ১৪-র দুই প্রতিযোগী রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা।

সদ্য বিগবস ১৪ জিতে এসেছেন রুবিনা। ওই শো’য়ে পঞ্চম স্থান অধিকার করেন রুবিনার স্বামী অভিনব। তাঁদের অভিজ্ঞতা কেমন? ইনস্টাগ্রাম লাইভ সেশনে একবাক্যে রুবিনা এবং অভিনব জানান, বিগবস যে স্ক্রিপ্টেড, তা মানুষের একেবারেই ‘ভুল ধারণা’। কেন ভুল ধারণা, তারও বিস্তারিত বিবরণ দিয়েছেন অভিনব। অভিনবের কথায়, “স্টারদের যখন সংলাপ দিয়ে পারফর্ম করতে বলা হয় তখন একটা শটের জন্য অনেক বার রি-টেক করতে হয় তাঁকে। সেখানে এত জন প্রতিযোগী নিয়ে গঠিত একটি শো কী করে স্ক্রিপটেড হবে বলুন তো?”

বিগবস হাউজে এসেই রুবিনা-অভিনবের সাংসারিক অশান্তি জোড়া লেগেছিল। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে সরে এসেছিলেন তাঁরা। রুবিনা জানিয়েছিলেন বিগবস হাউজ থেকে ফিরে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করবেন তাঁরা। এ দিনও লাইভে সে কথা আর একবার উল্লেখ করে তাঁরা বলেন, অবশ্যই দ্বিতীয় বার বিয়ে করবেন তাঁরা। এবং তা ‘অ’সাধারণ ভাবেই।

 

Next Article