বিয়ে মানেই সন্তান। সেলেবদের এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়। সম্পর্কে থাকা মানেই কবে বিয়ে, বিয়ে মানেই কবে মা হতে চলেছেন? পরিণীতি চোপড়া সেই তালিকা থেকে বাদ পড়লেন না। রাঘব চাড্ডার সঙ্গে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এবার তাঁকে ঘিরে নয়া জল্পনা, মা হতে চলেছেন কি তিনি? সেলেবদের সামান্য বেলিফ্য়াট, ঢিলেঢালা পোশাক পরতে দেখলেই অনেকেরই মনে এমন প্রশ্ন অহরহ এসে থাকে। আর সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হতে দেখা যায়। কখনও দীপিকা পাড়ুকোন, কখনও আবার ক্যাটরিনা কইফ, বারবার মা হওয়ার খবরে শিরোনামে জায়গা করে নিয়েছেন। যদিও সম্প্রতি সুখবর শুনিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সেপ্টেম্বরে মা হতে চলেছেন তিনি। তারপরই ভাইরাল হতে দেখা যায় ক্যাটরিনা কইফের ছবি। সেখানে তাঁকে ঢিলঢালা পোশাকে দেখে অনেকেই মনে করেছিলেন তা বেবিবাম্প ঢেকে রাখার কৌশল। সেই কারণেই তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে এবার উঠে এল পরিণীতি চোপড়ার নাম। যদিও তিনি কোনও মন্তব্য করেননি এই প্রসঙ্গে, তবে তাঁকে দেখে একশ্রেণির অনুমান তিনি অন্তঃসত্ত্বা। সত্যি কি মা হতে চলেছেন তিনি, সেই প্রশ্নের উত্তর এখনই মিলছে না।
তবে সব ক্ষেত্রে যে পাপারাৎজিদের অনুমান ভুল প্রমাণিত হয়, এমনটা নয়। কারণ অনুষ্কা শর্মার ক্ষেত্রে বিষয়টা ছিস উল্টো। তিনি যে অন্তঃসত্ত্বা, একাধিকসূত্রে সেই খবর সামনে উঠে এসেছিল। তবে অনুষ্কা একবারও সেই খবরে শিলমোহর দেননি। পরবর্তীতে সন্তান জন্মের ছয় দিনের মাথায় বিরাট ও অনুষ্কা জুটি জানিয়েছিলেন তাঁরা দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন। তাই এবার পরিণীতিকে নিয়েও জল্পনা তুঙ্গে। তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপনেই রাখতে চান অভিনেত্রী? উঠছে প্রশ্ন।