পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’। বহুদিন ধরেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। কারণ এই ছবিতেই প্রথমবার অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটকে। তাছাড়াও অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনের মতো তারকাদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। কিন্তু ছবি মুক্তির তারিখ বার বারই পিছিয়ে যাচ্ছে। কেন ছবিটি মুক্তি পেতে এত দেরি হচ্ছে, তার বিভিন্ন কারণ নিয়ে জল্পনা রয়েছে বলি মহলে। শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পিছিয়ে যাওয়ার আসল কারণ নাকি রণবীর নিজেই!
প্রায় তিন বছর ধরে চলছে ‘ব্রহ্মাস্ত্র’-র কাজ। ২০২০-তে করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে সব ছবির কাজই পিছিয়ে গিয়েছে। নিউ নর্মালে সব কাজই ধীরে ধীরে শুরু হয়েছে বটে। কিন্তু এখনও ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি নিয়ে কোনও তথ্য দেননি অয়ন। শোনা যাচ্ছে, অয়ন এবং এই ছবির প্রযোজক করণ জোহর নাকি চলতি বছরের শেষে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ছবিটি রিলিজের পরিকল্পনা করেছেন। একটি স্পেশ্যাল ভিডিয়োর মাধ্যমে তাঁরা নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চান। আর সেক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছেন রণবীর।
সূত্রের খবর, এই মুহূর্তে করোনা আক্রান্ত রণবীর হোম আইসোলেশনে রয়েছেন। ওষুধ খেয়ে এবং বিশ্রাম নিয়ে এখন অনেকটাই ভাল আছেন তিনি। কিন্তু এখনও শুটিং শুরু করেননি। ফলে ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য এই স্পেশ্যাল ভিডিয়ো শুট তিনি কবে করতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। ফলে রণবীরের কারণেই নাকি পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিন। যদিও এ বিষয়ে ‘ব্রহ্মাস্ত্র’ টিমের কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।
আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা