বুধবার জানা গিয়েছে যে অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। মঙ্গলবারই অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম ঘোষণা করে। সেখানে দেখা যায়নি ‘লাপাতা লেডিজ’-এর নাম। আর তাতেই বেশ অবাক হন অনেকেই। কারণ,সবাই আশা করেছিলেন যে এই ছবি মনোনয়ন পাবে।
এই ঘোষণার পরেই প্রবীণ অভিনেতা অমল পালেকরের মন্তব্য ভাবাচ্ছে দর্শককে। তাঁকে ২০১৫ সালে ভারতের অস্কার জুরির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি তাঁকে এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হয় চৈতন্য তামহানের ‘কোর্ট’ এর পরিবর্তে কোনও সুপারস্টার তাঁর উপরে চাপ দিয়েছিল কি না, নিজের সিনেমাকে সেই বছর অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি ঘটাতে। এ নিয়ে বড়সড় বক্তব্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অমল পালেকর।
অভিনেতা জানান, তিনি যখন জুরির সদস্য ছিলেন তখন বলিউড লবির চাপে পড়তে হয়েছিল তাঁকে। চৈতন্য তামহানের ‘কোর্ট’ জুরিদের পছন্দের ছিল, কিন্তু একজন সুপারস্টার তাঁর চলচ্চিত্র বিবেচনা করার জন্য তাঁদের উপর চাপ দিয়েছিলেন। যদিও তিনি কোনও নায়কের নাম উল্লেখ করেননি। তবে অনেকেই মনে করেন অভিনেতা আমির খান তাঁর ছবি ‘পিকে’র জন্য চাপ দিয়েছিলেন জুরিদের উপর। কারণ, সমালোচকদের একাংশ মনে করেন লাপাতা লেডিজ ছবিটি অস্কার মনোনয়নে যাওয়ার মতো ছবি নয়। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর মতো সিনেমা থাকা সত্ত্বেও, কেন আমির খান প্রযোজিত লাপাতা লেডিজকেই বাছা হয়েছিল, তা নিয়ে উঠেছিল বিতর্ক। উল্লেখ্য, আমির এমনিতে কোনও অ্যাওয়ার্ড ফাংশনেই যান না।