বিগবসের অন্দরে এবার জলজ্যান্ত গাধা! চিঠি গেল সলমনের কাছে

Big Boss 18: রবিবার প্রকাশ্যে এসেছে বিগ বসের নতুন সিজনের প্রতিযোগীদের নাম। সেই ঘোষণার মঞ্চে এক বিরল দৃশ্য এল প্রকাশ্যে। জলজ্যান্ত গাধাকে নিয়ে মঞ্চে হাজির করল টিম 'বিগ বস'। এই নতুন সিজনে অংশ নিয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। শেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে উদ্যোক্তরা একটি দগাধার সঙ্গে পরিচয় করান দর্শকের।

বিগবসের অন্দরে এবার জলজ্যান্ত গাধা! চিঠি গেল সলমনের কাছে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 5:39 PM

রবিবার প্রকাশ্যে এসেছে বিগ বসের নতুন সিজনের প্রতিযোগীদের নাম। সেই ঘোষণার মঞ্চে এক বিরল দৃশ্য এল প্রকাশ্যে। জলজ্যান্ত গাধাকে নিয়ে মঞ্চে হাজির করল টিম ‘বিগ বস’। এই নতুন সিজনে অংশ নিয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। শেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে উদ্যোক্তরা একটি দগাধার সঙ্গে পরিচয় করান দর্শকের। যা দেখে রীতিমতো বিস্মিত সকলেই। এরকমটাও হতে পারে? সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। সলমন খান সেই গাধার নাম জানাম ‘গধরাজ’। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ‘পেটা’। যার পুরো নাম হল পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস। এই সংস্থা প্রাণী সুরক্ষা বিষয়ে কর্মরত। সংস্থার তরফে ভাইজানকে একটি চিঠি পাঠানো হয়েছে।

‘বিগ বস’-এর অন্দরে জ্যান্ত গাধাকে দেখে চমকে গিয়েছে দর্শকের একাংশ। সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা। বুধবার ‘পেটা’র তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে সলমনকে। যে চিঠিতে লেখা আছে, “‘বিগ বস্‌’-এর অন্দরমহলে একটি গাধাকে রাখার প্রেক্ষিতে একাধিক মানুষের অভিযোগে আমরা বিচলিত। তাঁদের অভিযোগ যুক্তিপূর্ণ এবং তা অবহেলা করা উচিত নয়।” এই ধরনের কিছু দেখানোর আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত ছিল। এমনটাই দাবি সংস্থাটির। যদিও আয়োজকের তরফে এখনও চিঠির পাল্টা কোনও জবাব মেলেনি। তবে শোনা যাচ্ছে, শো-এ যে গাধাটিকে রাখা হয়েছে সেটি প্রতিযোগী গুণরত্ন সদাবর্তের পোষ্য। পেশায় আইনজীবী এই প্রতিযোগী তাঁর পোষ্যকে বিগ বসের বাড়িতে নিয়ে এসেছেন। পোষ্যটির নাম ‘ম্যাক্স’।