শাশুড়ি জয়ার সঙ্গে বনিবনা নেই! রেখাকে ‘মা’বলেন ঐশ্বর্য?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 02, 2024 | 11:30 AM

বচ্চন পরিবারের ভাঙন নিয়ে আলোচনা চলছে। প্রতিদিন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নতুন নতুন তথ্য আসছে প্রকাশ্যে। সমাজমাধ্যমের পাতায় জল্পনা চলছে। এত আলোচনার মাঝে মুখে কুলুপ গোটা পরিবারের।

শাশুড়ি জয়ার সঙ্গে বনিবনা নেই! রেখাকে মাবলেন ঐশ্বর্য?

Follow Us

বচ্চন পরিবারের ভাঙন নিয়ে আলোচনা চলছে। প্রতিদিন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নতুন নতুন তথ্য আসছে প্রকাশ্যে। সমাজমাধ্যমের পাতায় জল্পনা চলছে। এত আলোচনার মাঝে মুখে কুলুপ গোটা পরিবারের। এরই মাঝে শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তবে এই জল্পনায় এখনও পর্যন্ত কেউ কোনও কথা বলেননি। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাই সুন্দরী সঙ্গে নাম জড়িয়েছে রেখার।

শাশুড়ি জয়ার সামনেই রেখাকে ‘মা’ বলে সম্বোধন করেছেন ঐশ্বর্য। তা শুধু আড়ালে নয়, একেবারে সবার সামনে। এক সময় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর পরিবারের সকলের সামনে এমনকী সকল দর্শকের সামনে মঞ্চে থেকেই রেখাকে ‘মা’ ডাকেন ঐশ্বর্য। বহুবার রেখা-ঐশ্বর্যর মিষ্টি সম্পর্ক নজর কেড়েছে। অনন্ত অম্বানির বিয়েতেও ঐশ্বর্য এবং রেখার সেই সমীকরণ নজর কাড়ে সকলের।

তবে এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর ছবি ধরা পড়ে নায়িকার ফোনে। এই শোনা যাচ্ছে, শ্বশুরবাড়ির সঙ্গে মোটে বনিবনা নেই তাঁর। সেখানেই নায়িকার ওয়ালপেপারে শ্বশুরের ছবি? হ্যাঁ, দেখা যায় ঐশ্বর্যর ওয়ালপেপারে অমিতাভ বচ্চনের ছবি। সঙ্গে অবশ্য রয়েছে তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের ছবি। এই মুহূর্তে নায়িকার ওয়ালপেপারের ছবি নেটপাড়ায় ভাইরাল। উল্লেখ্য, ঐশ্বর্য এবং অভিষেকের সংসার ভাঙার খবরে যে বিগ বি খুবই বিব্রত সে কথা নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন তিনি। এত আলোচনা শোনার পর আর নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি অমিতাভ।

এত ধরনের মন্তব্য দেখে খানিকটা বুঝতেই পেরেছেন যে অবস্থা এবার বেগতিক। তাই নিজেই মাঠে নামতে বাধ্য হন বিগ বি। তিনি লেখেন, “বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়ো খবর আরও বেশি করে ছড়াচ্ছে।” বোঝাই যাচ্ছে, পরিবারের সদস্যদের নিয়ে এত ধরনের মন্তব্য আর সহ্য করতে করতে পারেননি অমিতাভ।

Next Article