করিনা কাপুর খান, বলিউডের অন্যতম হট ডিভা, যাঁর লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, বারবার দর্শকদের মন কেটেছে। পর্দার সেই বিখ্যাত ‘পু’ ব্যক্তি জীবনেও ভীষণ স্টাইলিশ। করিনা কাপুর মানেই পর্দায় দর্শকদের কাছে বাড়তি পাওয়া। আর সেই করিনা কাপুরের চুমুর প্রস্তাব নাকি ফিরিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা? কি? বিশ্বাস করতে অস্বস্তি হচ্ছে তো? এটাই সত্যি। কপিল শর্মাকে করিনা কাপুরের সামনেই এই সত্যিই প্রকাশ্যে আনতে দেখা যায়। একবার ২০১৪ সালের দ্য কাপিল শর্মা শোতে ছবি প্রচারের জন্য উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর খান। সেখানেই কাপিল বলেন ”আমি জানি না কাইনার মনে আছে কি না। একবার একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমার বেশ আক্ষেপ হয়।”
কাপিলের এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যান করিনা কাপুর। কপিল শর্মা না থেমেই বলে চলেন, ”একবার আমি গিয়েছিলাম একটা অ্যাওয়ার্ড শোয়ে। সেখানে দেখি সোনাক্ষি সিনহা দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ আমাকে ডেকে বললেন ‘এসো তোমার সঙ্গে একটা ছবি তুলি।’ সেখানেই শেষ নয় আমায় দাঁড়িয়ে যাওয়ার অনুরোধ জানায় সোনা, কী কারণ, সেখানে করিনা কাপুরের আসার কথা ছিল। আমি দাঁড়িয়ে যাই, এমন সময় দেখি সামনে থেকে আসছে করিনা। কী যেন আপনারা একটা করেন, কারও সঙ্গে দেখা হলে, গালটা বাড়িয়ে ওইটা করতে চাইছিলেন করিনা কিন্তু আমি বুঝতে না পেরে কিছুটা পিছিয়ে যাই। তারপর থেকে খুব আক্ষেপ হয়, আমি বারবার এই গ্রিটিংস চুমুটা তারপর থেকে অভ্যাস করতে থাকি।”
কাপিলের সব কথা শুনে হাসতে থাকেন করিনা কাপুর তিনি বুঝতেই পারেন, একটা গ্রিটিং চুমু তিনি করিনা থেকে চান আর সেই কারণেই এই গল্প ফাঁদলেন কমেডিয়ান। শুনে হাসিমুখে করিনা বললেন ঠিক আছে এখনই তো একবার করে নেওয়া যায় তারপরেই এক গাল হাসি দেখা দিল কাপিলের মুখে।