‘সবটাই লোক দেখানো’, মুখ বন্ধ করতে নতুন কৌশল ঐশ্বর্য-অভিষেকের?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 23, 2024 | 4:55 PM

Abhishek-Aishwarya: তিন দিন আগের কথা। স্বামী অভিষেক বচ্চন এবং শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এমনিতেই চলতি বছরের গোড়ার দিক থেকেই চলছে আলোচনা। শোনা যাচ্ছিল সংসার ভাঙছে অভিষেক এবং ঐশ্বর্যর। তার পর অবশ্য রীতিমতো রেগে গিয়ে মুখ খুলেছিলেন বিগ বি।

সবটাই লোক দেখানো, মুখ বন্ধ করতে নতুন কৌশল ঐশ্বর্য-অভিষেকের?

Follow Us

তিন দিন আগের কথা। স্বামী অভিষেক বচ্চন এবং শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এমনিতেই চলতি বছরের গোড়ার দিক থেকেই চলছে আলোচনা। শোনা যাচ্ছিল সংসার ভাঙছে অভিষেক এবং ঐশ্বর্যর। তার পর অবশ্য রীতিমতো রেগে গিয়ে মুখ খুলেছিলেন বিগ বি। তিনি টুইট করে বিরক্তি প্রকাশ করেছিলেন। তার পরেই বচ্চন পরিবারকে একসঙ্গে স্বস্তি পেয়েছিলেন অনেকে। কিন্তু তার পর আবার মেয়ে এবং মা-কে একা দেখে আরও বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই দাবি শুধুমাত্র ক্যামেরার জন্য এবং মেয়ের কথা রাখতেই সেদিন একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।

কেউ কেউ মন্তব্য করেছেন, “সবটাই বচ্চনদের লোক দেখানো।” আবার একজন লিখেছেন, “বচ্চনদের সংসার ভাঙছে। কিন্তু বুঝতে দেওয়ার জন্য নানা কৌশল করছেন তাঁরা।” ক্রিসমাসের আগে মেয়ের হাত ধরে বিমানবন্দরের সামনে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। কিন্তু সঙ্গে ছিলেন না অভিষেক। তার পরেই উঠেছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন এক অন্য চিত্র ফ্রেমবন্দি হয়। দেখা যায়, অনুষ্ঠান শেষে মেয়ে বউকে নিয়েই স্কুল থেকে বের হন অভিষেক। স্কুল থেকে বেরোতে কিছুটা দেরি হচ্ছিল ঐশ্বর্যর। ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন অভিষেক। তার পর এক গাড়িতে করেই বাড়ি ফেরেন তাঁরা। যদিও গত কয়েক মাস ধরে আলোচনা চলছে বচ্চন পরিবারের অন্দরে অশান্তি নিয়ে। বনিবনা হচ্ছে না তাঁদের। ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। সেই সব আলোচনাই যে একেবারে ভুয়ো তা কিছুটা হলেও আন্দাজ করা যায়। আরাধ্যার জন্মদিনেই সেই আভাস পাওয়া গিয়েছিল। তার পর অভিনেত্রীর পরিবারের একটি অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদেরকেই। সেই ছবিই কার্যত নিন্দকদের মুখ বন্ধ করে দিয়েছিল। আর বছর শেষের এই ছবি সব রটনাই ভেঙে দিল।

Next Article