পিছন থেকে জড়িয়ে ধরলেন কাকা! পুজো মণ্ডপে অস্বস্তিতে রানি মুখোপাধ্যায়?

Rani Mukherji: দুর্গাপুজোর সময় একাধিক ছবি প্রকাশ্যে এসেছে রানি মুখোপাধ্যায়ের। চারদিনে চারটি লুকে ধরা দেন অভিনেত্রী। এমনিতেই মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো খুবই জনপ্রিয়। এই পুজোয় গেলেই নায়িকাদের দেখা পাওয়া যায়। সেই আকর্ষণেই গোটা মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান মুখোপাধ্যায় বাড়ির মণ্ডপে। এবার নায়িকাদের পুজো মণ্ডপের ভিডিয়ো ভাইরাল।

পিছন থেকে জড়িয়ে ধরলেন কাকা! পুজো মণ্ডপে অস্বস্তিতে রানি মুখোপাধ্যায়?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 10:17 PM

দুর্গাপুজোর সময় একাধিক ছবি প্রকাশ্যে এসেছে রানি মুখোপাধ্যায়ের। চারদিনে চারটি লুকে ধরা দেন অভিনেত্রী। এমনিতেই মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো খুবই জনপ্রিয়। এই পুজোয় গেলেই নায়িকাদের দেখা পাওয়া যায়। সেই আকর্ষণেই গোটা মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান মুখোপাধ্যায় বাড়ির মণ্ডপে। এবার নায়িকাদের পুজো মণ্ডপের ভিডিয়ো ভাইরাল। এই পুজোয় শুধু নায়িকারা নন পরিবারের প্রত্যেকেই যুক্ত হন ।

প্রতিবারই দেখা যায় পুজোপ তত্ত্বাবধান করছেন নায়িকার কাকা। লম্ব-চওড়া চেহারা। ধুতি পরে, পাঞ্জাবি পরে রীতিমতো পুজোর চারিদিক নজরে রাখেন তিনি। এবার নাকি কাকার জন্যই অস্বস্তিতে পড়েন নায়িকা। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আচমকাই পিছন থেকে নায়িকাকে জড়িয়ে ধরছেন রানির কাকা। অভিনেত্রী যে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তা বোঝা যায় সেই ভিডিয়ো দেখেই। পরে অবশ্য কাকা চেয়ার টেনে বসতে দেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by FILMYVIRAL (@filmyviral01)

উল্লেখ্য,মুখার্জি বাড়ির পুজো দেখতে এসে যেমন বলি তারকা কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া এক উপরি পাওনা, তেমনই মুখার্জি বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল, এখানেই যেন ধরা পড়ে এক টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এছাড়া পুজোর ভোগ তো রয়েছেই। ফলে মুম্বইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পুজো এক অন্য মাত্রা রাখে। তাই ষষ্ঠীর দিন থেকেই প্রবাসী বাঙালিদের ভিড় দেখা যায় মুখার্জি বাড়িতে। একেবারে শাড়ি পরে, বাঙালি সাজে সজ্জিত হয়ে প্রতিমা দেখতে আসেন তাঁরা। সবমিলিয়ে, দেবীর বোধনের দিন থেকেই জমে ওঠে রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজো।