Prithvi Shaw: প্রতিবেশী মালাইকা-সোনাক্ষী; পৃথ্বী শ-র প্রায় ১১ কোটির বাড়ির অন্দরে যা রয়েছে…

Prithvi Shaw's Luxurious Home: ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিলেন 'পরবর্তী সচিন তেন্ডুলকর'। সেই পৃথ্বী শ ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছেন। জাতীয় দল থেকে বহু আগেই বাদ পড়েছেন। কাউন্টি ক্রিকেট এবং মুম্বইয়ের হয়ে খেলছিলেন। মুম্বই টিম থেকেও বাদ পড়েছেন। আইপিএলেও টিম পাননি। হাতে রইল শুধুই ক্লাব ক্রিকেট। একটা সময় অনবদ্য দাপট ছিল। তেমনই আর্থিক দিক থেকেও ভালো জায়গায় ছিলেন। মুম্বইতে স্বপ্নের বাড়িও রয়েছে পৃথ্বীর। অন্দরে দেখে নেওয়া যাক...।

| Updated on: Dec 24, 2024 | 2:07 AM
ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিলেন 'পরবর্তী সচিন তেন্ডুলকর'। সেই পৃথ্বী শ ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছেন। জাতীয় দল থেকে বহু আগেই বাদ পড়েছেন। ছবি- Instagram

ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিলেন 'পরবর্তী সচিন তেন্ডুলকর'। সেই পৃথ্বী শ ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছেন। জাতীয় দল থেকে বহু আগেই বাদ পড়েছেন। ছবি- Instagram

1 / 8
কাউন্টি ক্রিকেট এবং মুম্বইয়ের হয়ে খেলছিলেন। মুম্বই টিম থেকেও বাদ পড়েছেন। আইপিএলেও টিম পাননি। হাতে রইল শুধুই ক্লাব ক্রিকেট। ছবি- Instagram

কাউন্টি ক্রিকেট এবং মুম্বইয়ের হয়ে খেলছিলেন। মুম্বই টিম থেকেও বাদ পড়েছেন। আইপিএলেও টিম পাননি। হাতে রইল শুধুই ক্লাব ক্রিকেট। ছবি- Instagram

2 / 8
একটা সময় অনবদ্য দাপট ছিল। তেমনই আর্থিক দিক থেকেও ভালো জায়গায় ছিলেন। মুম্বইতে স্বপ্নের বাড়িও রয়েছে পৃথ্বীর। অন্দরে দেখে নেওয়া যাক...। ছবি- Instagram

একটা সময় অনবদ্য দাপট ছিল। তেমনই আর্থিক দিক থেকেও ভালো জায়গায় ছিলেন। মুম্বইতে স্বপ্নের বাড়িও রয়েছে পৃথ্বীর। অন্দরে দেখে নেওয়া যাক...। ছবি- Instagram

3 / 8
বছর দুয়েক আগে মুম্বইয়ে অরিয়েট টাওয়ারে ২২০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন পৃথ্বী শ। এর মূল্য প্রায় সাড়ে দশ কোটি টাকা। ছবি- Instagram

বছর দুয়েক আগে মুম্বইয়ে অরিয়েট টাওয়ারে ২২০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন পৃথ্বী শ। এর মূল্য প্রায় সাড়ে দশ কোটি টাকা। ছবি- Instagram

4 / 8
সদ্য মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন পৃথ্বী শ। চূড়ান্ত হতাশার মাঝে যে পরিবারই কেবল পাশে থাকে, সেটাই বার্তা দিয়েছিলেন পৃথ্বী। ছবি- Instagram

সদ্য মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন পৃথ্বী শ। চূড়ান্ত হতাশার মাঝে যে পরিবারই কেবল পাশে থাকে, সেটাই বার্তা দিয়েছিলেন পৃথ্বী। ছবি- Instagram

5 / 8
পৃথ্বী শ যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছেন, তাঁর প্রতিবেশী মালাইকা অরোরা, সোনাক্ষী সিনহার মতো সেলিব্রিটিরা। ছবি- Instagram

পৃথ্বী শ যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছেন, তাঁর প্রতিবেশী মালাইকা অরোরা, সোনাক্ষী সিনহার মতো সেলিব্রিটিরা। ছবি- Instagram

6 / 8
বাড়ির অন্দরে দুর্দান্ত সাজানো-গোছানো। ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট থমাস পরমবিল এবং অভিজ্ঞ ইন্টিরিয়র ডিজাইনাররা। অ্যাপার্টমেন্টের মধ্যে একটি টেরাস এরিয়া রয়েছে। সঙ্গে সুইমিং পুলও। সমুদ্র মুখী স্বপ্নের বাড়ি। ছবি- Instagram

বাড়ির অন্দরে দুর্দান্ত সাজানো-গোছানো। ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট থমাস পরমবিল এবং অভিজ্ঞ ইন্টিরিয়র ডিজাইনাররা। অ্যাপার্টমেন্টের মধ্যে একটি টেরাস এরিয়া রয়েছে। সঙ্গে সুইমিং পুলও। সমুদ্র মুখী স্বপ্নের বাড়ি। ছবি- Instagram

7 / 8
তেমনই ক্যাবিনেটে একঝাঁক ট্রফি। অল্প বয়সেই অনেক বড় সাফল্য পেয়েছিলেন পৃথ্বী। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। জাতীয় দলেও দুরন্ত শুরু করেছিলেন। যদিও আন্তর্জাতিক কেরিয়ার এখন সংশয়েই। ছবি- Instagram

তেমনই ক্যাবিনেটে একঝাঁক ট্রফি। অল্প বয়সেই অনেক বড় সাফল্য পেয়েছিলেন পৃথ্বী। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। জাতীয় দলেও দুরন্ত শুরু করেছিলেন। যদিও আন্তর্জাতিক কেরিয়ার এখন সংশয়েই। ছবি- Instagram

8 / 8
Follow Us: