Prithvi Shaw: প্রতিবেশী মালাইকা-সোনাক্ষী; পৃথ্বী শ-র প্রায় ১১ কোটির বাড়ির অন্দরে যা রয়েছে…
Prithvi Shaw's Luxurious Home: ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিলেন 'পরবর্তী সচিন তেন্ডুলকর'। সেই পৃথ্বী শ ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছেন। জাতীয় দল থেকে বহু আগেই বাদ পড়েছেন। কাউন্টি ক্রিকেট এবং মুম্বইয়ের হয়ে খেলছিলেন। মুম্বই টিম থেকেও বাদ পড়েছেন। আইপিএলেও টিম পাননি। হাতে রইল শুধুই ক্লাব ক্রিকেট। একটা সময় অনবদ্য দাপট ছিল। তেমনই আর্থিক দিক থেকেও ভালো জায়গায় ছিলেন। মুম্বইতে স্বপ্নের বাড়িও রয়েছে পৃথ্বীর। অন্দরে দেখে নেওয়া যাক...।
Most Read Stories