জয়েন্টে ব্যথা, গাঁট ফুলে ঢোল! মোটা টাকার ওষুধ নয়, বিটই মোক্ষম দাওয়াই
Health Tips: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য এই শীতে আপনাকে বিট খেতেই হবে। আর তরকারি কিংবা ভেজিটেবল চপ বানানোর ক্ষেত্রে বিটকে আবদ্ধ করে রাখলে চলবে না। স্বাস্থ্য উপরকারিতা পাওয়ার জন্য বিটরুটের রস সবচেয়ে উপকারী। মুখরোচক খাবার হিসেবে বিটের কাবাব কিংবা চিপস বানিয়েও খেতে পারেন।
Most Read Stories