Winter Care Tips: শীত থেকে বাঁচতে মাথায় ‘টুপি’! বড় বিপদ ডেকে আনছেন না তো?

Winter Health Care: দৈনন্দিন জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘুম। শীতকালের ঘুমের আমেজই আলাদা। যদিও এর মধ্যেও সমস্যা হতে পারে। অনেকেরই নানা ভাবে ঘুমোনোর অভ্যেস। কেউ বা আলো জ্বেলে ঘুমোতে পছন্দ করেন, আবার কেউ পুরো অন্ধকারে। কারও তো ঘুমের জন্য অন্ধকার এতটাই প্রয়োজন যে আই কভার পরে ঘুমোন। শীতকালে অনেকেরই আবার লেপ-কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমের অভ্যেস। তেমনই অনেকে টুপি পরেই ঘুমনো পছন্দ করেন শীত থেকে বাঁচতে। এটা কি আদৌ সুস্থ-স্বাভাবিক?

| Updated on: Dec 23, 2024 | 7:37 PM
দৈনন্দিন জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘুম। শীতকালের ঘুমের আমেজই আলাদা। যদিও এর মধ্যেও সমস্যা হতে পারে। অনেকেরই নানা ভাবে ঘুমোনোর অভ্যেস। ছবি: TV9 Network

দৈনন্দিন জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘুম। শীতকালের ঘুমের আমেজই আলাদা। যদিও এর মধ্যেও সমস্যা হতে পারে। অনেকেরই নানা ভাবে ঘুমোনোর অভ্যেস। ছবি: TV9 Network

1 / 8
কেউ বা আলো জ্বেলে ঘুমোতে পছন্দ করেন, আবার কেউ পুরো অন্ধকারে। কারও তো ঘুমের জন্য অন্ধকার এতটাই প্রয়োজন যে আই কভার পরে ঘুমোন। ছবি: TV9 Network

কেউ বা আলো জ্বেলে ঘুমোতে পছন্দ করেন, আবার কেউ পুরো অন্ধকারে। কারও তো ঘুমের জন্য অন্ধকার এতটাই প্রয়োজন যে আই কভার পরে ঘুমোন। ছবি: TV9 Network

2 / 8
শীতকালে অনেকেরই আবার অভ্যেস লেপ-কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমের। তেমনই অনেকে টুপি পরেই ঘুমনো পছন্দ করেন শীত থেকে বাঁচতে। এটা কি আদৌ সুস্থ-স্বাভাবিক? ছবি: Getty Images

শীতকালে অনেকেরই আবার অভ্যেস লেপ-কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমের। তেমনই অনেকে টুপি পরেই ঘুমনো পছন্দ করেন শীত থেকে বাঁচতে। এটা কি আদৌ সুস্থ-স্বাভাবিক? ছবি: Getty Images

3 / 8
প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতেই অনেকে এমন টুপি পরেন যাতে মাথা ও কান ঢাকা থাকে। তেমনই ঘুমোনোর সময়ও। এই অভ্যেস কি লাভজন নাকি ক্ষতিকারক? জেনে নেওয়া যাক। ছবি: TV9 Network

প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতেই অনেকে এমন টুপি পরেন যাতে মাথা ও কান ঢাকা থাকে। তেমনই ঘুমোনোর সময়ও। এই অভ্যেস কি লাভজন নাকি ক্ষতিকারক? জেনে নেওয়া যাক। ছবি: TV9 Network

4 / 8
ঠান্ডা থেকে বাঁচতে বেশির ভাগই উলের পোশাক ব্যবহার করেন। কিন্তু মাথায়ও ঘুমের সময় টুপি! এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, শরীরে গরম জামাকাপড়ের পাশাপাশি মাথায় উলের টুপি পরিয়েও ঘুম পাড়ান। যা স্বাস্থ্যের পক্ষে একেবারেই লাভ জনক নয়। ছবি: Getty Images

ঠান্ডা থেকে বাঁচতে বেশির ভাগই উলের পোশাক ব্যবহার করেন। কিন্তু মাথায়ও ঘুমের সময় টুপি! এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, শরীরে গরম জামাকাপড়ের পাশাপাশি মাথায় উলের টুপি পরিয়েও ঘুম পাড়ান। যা স্বাস্থ্যের পক্ষে একেবারেই লাভ জনক নয়। ছবি: Getty Images

5 / 8
রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই জরুরি। তবে ঘুমের জন্য ভালো পরিবেশও প্রয়োজন। শান্ত পরিবেশে ঘুম ভালো হয়। কিন্তু আপনি যদি টুপি পরে ঘুমোন এবং বাচ্চাকেও সেভাবেই ঘুম পাড়ান তাতে ঘুমে ব্যঘাত ঘটতে পারে। অনেক টুপি প্রচণ্ড আটোসাঁটোও হয়। যে কারণে মাথাব্যথাও হতে পারে। ছবি: TV9 Network

রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই জরুরি। তবে ঘুমের জন্য ভালো পরিবেশও প্রয়োজন। শান্ত পরিবেশে ঘুম ভালো হয়। কিন্তু আপনি যদি টুপি পরে ঘুমোন এবং বাচ্চাকেও সেভাবেই ঘুম পাড়ান তাতে ঘুমে ব্যঘাত ঘটতে পারে। অনেক টুপি প্রচণ্ড আটোসাঁটোও হয়। যে কারণে মাথাব্যথাও হতে পারে। ছবি: TV9 Network

6 / 8
টুপি পরে ঘুমোলে মাথায় ঘাম জমতে পারে, এর কারণে ঘুমে অস্বস্তির পাশাপাশি মাথাব্যথাও হতে পারে। দীর্ঘদিন এই প্রক্রিয়া চললে চুলেরও বড় ক্ষতি হতে পারে। ছবি: TV9 Network

টুপি পরে ঘুমোলে মাথায় ঘাম জমতে পারে, এর কারণে ঘুমে অস্বস্তির পাশাপাশি মাথাব্যথাও হতে পারে। দীর্ঘদিন এই প্রক্রিয়া চললে চুলেরও বড় ক্ষতি হতে পারে। ছবি: TV9 Network

7 / 8
টুপির কারণে ব্লাড প্রেসারও বাড়তে পারে এবং হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ভালো ঘুমের জন্য ঘরের তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস ঘুম ভালো। অন্ধকার ঘর হলে ঘুমের পরিবেশ উন্নত হয়। তেমনই ঘুমোতে যাওয়ার আগে সিগারেট, কফি কিংবা চা পান না করাই শ্রেয়। এ বিষয়ে তারপরও সন্দেহ থাকলে কিংবা কোনও ধোঁয়াশা মনে হলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: Getty Images

টুপির কারণে ব্লাড প্রেসারও বাড়তে পারে এবং হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ভালো ঘুমের জন্য ঘরের তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস ঘুম ভালো। অন্ধকার ঘর হলে ঘুমের পরিবেশ উন্নত হয়। তেমনই ঘুমোতে যাওয়ার আগে সিগারেট, কফি কিংবা চা পান না করাই শ্রেয়। এ বিষয়ে তারপরও সন্দেহ থাকলে কিংবা কোনও ধোঁয়াশা মনে হলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: Getty Images

8 / 8
Follow Us: