৩৭ বছরের সম্পর্ক ছিল, প্রিয়জনের মৃত্যুতে শোকাহত জ্যাকি শ্রফ

স্বরলিপি ভট্টাচার্য |

May 18, 2021 | 7:04 PM

জ্যাকি লিখেছেন, ‘শশী দাদা সব সময়ই আমার হৃদয়ে থাকবে। ৩৭ বছর ধরে আমার মেকআপ করেছিলেন। চলে গেলেন...।’

৩৭ বছরের সম্পর্ক ছিল, প্রিয়জনের মৃত্যুতে শোকাহত জ্যাকি শ্রফ
জ্যাকি শ্রফ।

Follow Us

প্রয়াত হলেন বর্ষীয়ান মেকআপ আর্টিস্ট শশী সত্যম। বহু বছর ধরে বলিউডে (bollywood) কাজ করেছেন শশী। দীর্ঘ সময় অভিনেতা (Actor) জ্যাকি শ্রফের (Jackie Shroff) ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শশীর মৃত্যুর খবর জানিয়েছেন জ্যাকি স্বয়ং।

প্রায় ৩৭ বছর শশীর সঙ্গে কাজ করেছেন জ্যাকি। তাঁর প্রয়াণ জ্যাকির কাছে আত্মীয় বিয়োগের সামিল। জ্যাকির স্ত্রী আয়েশাও শশীর প্রয়াণে সোশ্যাল ওয়ালে শ্রদ্ধা জানিয়েছেন।

জ্যাকি লিখেছেন, ‘শশী দাদা সব সময়ই আমার হৃদয়ে থাকবে। ৩৭ বছর ধরে আমার মেকআপ করেছিলেন। চলে গেলেন…।’ আয়েশা লিখেছেন, ‘শান্তিতে ঘুমোন শশী দাদা। ‘হিরো’ ছবি থেকে এখনও পর্যন্ত আমার স্বামীকে যাতে হ্যান্ডসাম দেখতে লাগে, তার ব্যবস্থা আপনি করেছিলেন।’

সুনীল শেট্টি, রাহুল দেব, গুরমিত চৌধুরী, দিব্যা দত্তর মতো অভিনেতারাও শশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিভিন্ন ছবিতে তাঁর অসাধারণ মেকআপের কথা বারংবার উঠে আসছে স্মৃতিচারণায়। শুধু তাই নয়, একজন ভাল মানুষ হিসেবেও শশীকে মনে রাখতে চান ইন্ডাস্ট্রির সদস্যরা।

আরও পড়ুন, করোনা পরিস্থিতিতে হবু মায়েদের সাহায্যে এগিয়ে এলেন অনুষ্কা শর্মা

Next Article