‘মানুষকে মানুষ ভাবুন’, রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে সরব জ্যাকি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 15, 2024 | 3:02 PM

Jackie Shroff On Ram Mandir: বিভিন্ন সেলেবদের সাখে পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্রও। সেই নমন্ত্রণ পত্র নিয়ে ছবিও শেয়ার করছেন অনেকে। নানা জনের এই সময় নানা মত সামনেও আসছে। এই বিষয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের কী মত?

মানুষকে মানুষ ভাবুন, রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে সরব জ্যাকি

Follow Us

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে শোরগোল বিভিন্ন মহলে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই মুহূর্তের সাক্ষী থাকতে অনেকেই অযোধ্যার পথে পা বাড়িয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল, মালা, প্রদীপ পৌঁছে যাচ্ছে। বিভিন্ন সেলেবদের সাখে পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্রও। সেই নমন্ত্রণ পত্র নিয়ে ছবিও শেয়ার করছেন অনেকে। নানা জনের এই সময় নানা মত সামনেও আসছে। এই বিষয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের কী মত? জ্যাকি শ্রফ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই বিষয় ভীষণ খুশি। সম্প্রতি ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে কী বললেন?

জ্যাকির কথায়, “সকলের জন্য অনেক বড় ব্যাপার। ইতালিতে বড়বড় ক্যাথিডাল তৈরি হয়। আরও অনেক জায়গায় অনেক মন্দির তৈরি হয়। এখানে এই মন্দির তৈরি হচ্ছে সেটার সম্মান করুন। ভালবাসা দিন ভালবাসা নিন। পরিবারেই কত অশান্তি, কত ঝগড়া, আর আমরা তো গোটা ভারত। এটা হিন্দুস্তান। মা আমাদের। সকলে একসঙ্গে মিলে মিশে থাক। যা করছেন মন থেকে করুন। মা বাবার সেবা করুন। হিন্দুস্তানে অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে, এটা অনেক বড় ব্যপার। ভালবাসায় বাঁচুন। মানুষকে মানুষ বলে জ্ঞান করুন। মন-মন্দির পরিষ্কার রাখুন। যতটা সম্ভব করুন। ঈশ্বর হতে হবে না। তবে পরিচ্ছন্ন থাকুন। ”

এখানেই শেষ নয়, “মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি আর্জি জানালেন, যখন প্রয়োজন আমায় ডাকুন। আমি আসব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এখানেই নয়। যেখানে ডাকবেন আসব। ঝাট দিয়ে দেব। সাধ্য মতো করব। ” জ্যাকি বরাবরই ঈশ্বরে বিশ্বাসী। মাঝে মধ্যেই তাঁকে বিভিন্ন মন্দিরে উপস্থিত হতে দেখা যায়। পুজো দিয়ে থাকেন। এবার তাই রাম মন্দির প্রসঙ্গে দিলেন স্পষ্ট বার্তা। কোনও রাজনৈতিক রং যেখানে ঠাঁই পেল না। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন তিনি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।