ক্যামেরা চললে আমি আর রণবীর ভাল হয়ে যাই: জ্যাকলিন

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 06, 2021 | 2:38 PM

“যখন কাজ শুরু হয় তখন আমরা একেবারে বদলে যাই। যখন ক্যামেরা চালু হয় আমরা ভীষণ ভাল হয়ে যাই এবং মনোযোগী হয়ে উঠি। রোহিতের আমাদের নিয়ে কোনও সমস্যা হয়নি। (হাসি)”

ক্যামেরা চললে আমি আর রণবীর ভাল হয়ে যাই: জ্যাকলিন
রণবীর-জ্যাকলিন।

Follow Us

চলতি বছর নিঃশ্বাস ফেলার জো নেই জ্যাকলিনের। একেবারে জ্যাম-প্যাকড শুটিং শিডিউল। অভিনেত্রী এখন ‘ভূত পুলিশ’-এর শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। রোহিত শেট্টির ছবি ‘সার্কাস’-এর শুটিংয়েও রয়েছেন জ্যাকলিন। ছবিতে রয়েছে ‘সুপারব বাবলি’ অভিনেত্রীর সঙ্গে বলিউডের ‘এনার্জাইজড’ অভিনেতা রণবীর সিং। এবং সেটের যা খবর তা হল, দুজনেই ভীষণ ‘হাইপার’!

 

আরও পড়ুন মারা গেলেন ‘সাউন্ড অফ মিউজিক’ খ্যাত ক্রিস্টোফার প্লামার

 

তবে, জ্যাকলিনের মতে তিনি আপাতত স্বপ্নযাপন করছেন। কেন?

জ্যাকলিন বলছেন, “রোহিত শেট্টি এবং রণবীর সিংয়ের সঙ্গে এই কাজ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটা আমার স্বপ্ন ছিল।” তবে এই দু’জন ‘হাইপার’ অভিনেতা-অভিনেত্রীকে সামলাতে কম ঘাম ফেলতে হয়নি পরিচালকের। তবে জ্যাকলিন বলছেন অন্য কথা। রোহিতের কোনও অসুবিধেই নাকি হয় নি, কারণ তাঁরা দু’জনেই পরিচালকের কথা শুনেই চলেছেন।

 

 

“যখন কাজ শুরু হয় তখন আমরা একেবারে বদলে যাই। যখন ক্যামেরা চালু হয় আমরা ভীষণ ভাল হয়ে যাই এবং মনোযোগী হয়ে উঠি। রোহিতের আমাদের নিয়ে কোনও সমস্যা হয়নি। (হাসি)”

প্রথমদিকে ভীষণ নার্ভাস ছিলেন জ্যাকলিন, নিজেই স্বীকার করলেন অভিনেত্রী।
“যাঁদের কাজ আপনি দেখে এসেছেন, যখন আপনি তাঁদের সঙ্গে কাজ করা শুরু করেন, সেটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ইন ফ্যাক্ট আমি সেটে ভীষণ নার্ভাস হয়ে পড়ে ছিলাম।”

Next Article