আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরত: জাসমিন

May 03, 2021 | 10:11 AM

তখন মুম্বইয়ের সদ্য পা রেখেছেন তিনি। অডিশন দিচ্ছেন বিভিন্ন জায়গায়। কিন্তু কিছুতেই নির্বাচিত হতে পারছেন না তিনি। দিনের পর দিন রিজেকশন আর ব্যর্থতাতেই নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলতে শুরু করেন তিনি।

আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরত: জাসমিন
জাসমিন

Follow Us

নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। মন জুড়ে ছিল মৃত্যু চিন্তা। প্রতি মুহূর্তে চলছিল নিজের সঙ্গে নিজের লড়াই। জীবনের ফেলে আসা ওই অধ্যায় নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাসমিন ভাসিন।

তখন মুম্বইয়ের সদ্য পা রেখেছেন তিনি। অডিশন দিচ্ছেন বিভিন্ন জায়গায়। কিন্তু কিছুতেই নির্বাচিত হতে পারছেন না তিনি। দিনের পর দিন রিজেকশন আর ব্যর্থতাতেই নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলতে শুরু করেন তিনি। তাঁর কথায়, “নিজের সঙ্গেই নিজে লড়াই করছিলাম। নিজের উপর কনফিডেন্স একেবারেই হারিয়ে ফেলেছিলাম। শুধু মনে হত আমার মধ্যেই খুঁত রয়েছে। আমি দেখতে ভাল না। আর সে জন্যই আমার জীবনে ব্যর্থতা নেমে আসছে।”

আরও পড়ুন-‘চুরির কাছে শিক্ষা হেরে গেল…ভিক্ষা-ভাতার কাছে কর্মসংস্থান…’

ওই অবস্থা থেকে কী করে বেরিয়ে এলেন তিনি? জাসমিন জানান, “একটা সময় গিয়ে বুঝলাম, দুনিয়ার সঙ্গে নয়,তোমার সঙ্গেই তোমার এই যুদ্ধ আগে থামাতে হবে। তুমি যে রকম সে ভাবেই নিজেকে গ্রহণ করতে হবে। নিজের ভুল গুলোকে মেনে নিতে হবে। কারণ তোমার খুঁতই তোমাকে সবার থেকে আলাদা বানায়। নয়তো তুমি একই পুতুলের দোকানে পাশাপাশি রাখা পুতুলের মতো আচরণ করবে।” তিনি যোগ করেন, “একটা জিনিসই বিশ্বাস করতে শুরু করি নিজেকে ভালবাসার চেয়ে বড় কিছু হয় না। ১০০% দিয়ে যদি কাজ করা হয় তাহলে পরবর্তীতে এই অপরাধবোধও কাজ করে না যে আমি ভাল ভাবে কাজটি করিনি।”

সে সব যদিও এখন অতীত। টেলিভিশন দুনিয়ায় জাস্মিন যদিও এখন বেশ পরিচিত মুখ। কিছুদিন আগেই বিগবসের বাড়িতে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও অভিনেতা আলি গোনির সঙ্গে তাঁর প্রেম বি-টাউনে বেশ চর্চায়।

Next Article