‘ক্ষমতা থাকলে মুখ দেখান, এভাবে পিছনে…’, কেন মেজাজ হারিয়ে ফেললেন জয়া

Mar 01, 2024 | 5:54 PM

Jaya Bachchan: যেখানে শ্বেতা বচ্চনকে স্পষ্ট ট্রোল ও ট্রোলার প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল। শ্বেতা বচ্চনের কথায়, এই প্রসঙ্গটা এড়িয়ে না গিয়ে মুখ খুলতে হবে। নয়তো মানুষ অনেক বেশি বাস্তব থেকে সরে যাচ্ছেন, যা ভুয়ো ইমেজ নিয়ে বাঁচাকে অনেক বেশি এগিয়ে রাখছেন।

ক্ষমতা থাকলে মুখ দেখান, এভাবে পিছনে..., কেন মেজাজ হারিয়ে ফেললেন জয়া
এক নয়, দুই নয়। জয়ার সম্পত্তির হিসাব জানলে চোখ কপালে উঠবে যে কোনও মানুষেরই। যে টাকার মালিক জয়া, তাতে দেশে বড়সড় শিল্পী গড়ে উঠতে পারে।

Follow Us

জয়া বচ্চন, বরাবরই তিনি স্পষ্টবাদী। স্পষ্টকথা বলতে খুব একটা দ্বিধা বোধ করেন না। সম্প্রতি বচ্চন পরিবারের নাতনি নভ্যা নন্দা তাঁর মায়ের সঙ্গে কথোপকথনের পডকাস্ট সামনে আনলেন। যেখানে শ্বেতা বচ্চনকে স্পষ্ট ট্রোল ও ট্রোলার প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল। শ্বেতা বচ্চনের কথায়, এই প্রসঙ্গটা এড়িয়ে না গিয়ে মুখ খুলতে হবে। নয়তো মানুষ অনেক বেশি বাস্তব থেকে সরে যাচ্ছেন, যা ভুয়ো ইমেজ নিয়ে বাঁচাকে অনেক বেশি এগিয়ে রাখছেন। তিনি বলেন, ঘুরে দাঁড়ান এবং বলে দিন, আমায় ফলো করবেন না, যদি আপনার কোনও সমস্যা থেকে থাকে। উত্তর দিন, যদি তা না দেন, তাঁদের এটা করতে অনুমতী দিয়ে দেন, তাঁরা বলবেন– আমরা যা ইচ্ছে আমরা সেটাই বলব, ওদের কিছু বলার নেই। তাহলে কেউ আর নিজের স্বরূপ নিয়ে সামনে আসবেন না। কারণ সকলেই ট্রোল হওয়ার ভয়ে গুঁটিয়ে থাকবেন। ‘এটা আপনি বলতে পারেন, এটা আপনি বলতে পারেন না’, জানিয়ে যাবেন।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ”আমাদের সময় বিষয়টা এমন ছিল না। আমাদের সময় বিষয়টা ভীষণ সহজ ছিল। আমি বলছি না যে তখন এমন খারাপভাবে দাগিয়ে দেওয়া হত না। তবে তখন নিজের স্বরূপটা নিয়ে চলা যেত। বর্তমানে কেউ বাতিলের তালিকায় যেতে চায় না। এখন যদি কেউ ট্রোল্ড হন বা বাতিল হয়ে যায়, সে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। এখন কথা বলার জন্যও প্রকাশ্যে আসাটা অপশনাল হয়ে উঠছে।”

তবে জয়া বচ্চনের এক্ষেত্রে একাল-সেকালে কোনও ফারাক নেই। তিনি তখনও এই বিষয়গুলোকে গুরুত্ব দিলেন না। তিনি এখনও এই বিষয়গুলোকে গুরুত্ব দেন না। তাঁর কথায়, যাঁদের কোনও পরিচিতি নেই, তাঁরা খারাপ মানুষ। তোমার যদি সাহস থাকে, প্রকৃত বিষয়গুলো নিয়ে কমেন্ট করো, নিজের মুখ দেখাও।

Next Article