Viral Video: সব ঠিক আছে তো! অমিতাভের সঙ্গে নাম জড়াতেই বিরক্ত জয়া, রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিবাদ

Jul 31, 2024 | 5:50 PM

Bachchan Family: কখনও ছবি তুলতে আপত্তি, কখনও আবার পাপারাৎজিদের আচরণ নিয়ে সমস্যা, জয়া ঠোঁট কাটার মতোই মনের বিরক্তি প্রকাশ্যে বলে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। ঘটনাটি ঘটে রাজ্য সভায়। সম্প্রতি রাজ্যসভা থেকে ভাইরাল হতে দেখা যায় একটি ভিডিয়ো।

Viral Video: সব ঠিক আছে তো! অমিতাভের সঙ্গে নাম জড়াতেই বিরক্ত জয়া, রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিবাদ

Follow Us

জয়া বচ্চন। পর্দায় যেমন অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়ং ম্যান, পর্দার পিছনে ঠিক তেমনই যেন জয়া বচ্চন। পাপারাৎজিদের সঙ্গে তাঁর সমীকরণ অন্তত তেমনই ইঙ্গিত দেয়। একাধিকবার প্রকাশ্যে জয়া বচ্চনকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। যদিও জয়া বচ্চনের ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তবে বিগত কয়েকবছরে বারবার জয়া বচ্চনকে বেজায় রেগে কথা বলতে দেখা গিয়েছে। কখনও ছবি তুলতে আপত্তি, কখনও আবার পাপারাৎজিদের আচরণ নিয়ে সমস্যা, জয়া ঠোঁট কাটার মতোই মনের বিরক্তি প্রকাশ্যে বলে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। ঘটনাটি ঘটে রাজ্য সভায়। সম্প্রতি রাজ্যসভা থেকে ভাইরাল হতে দেখা যায় একটি ভিডিয়ো।

কী এমন ঘটেছিল সেখানে? 

জয়া বচ্চনের নাম উল্লেখ করার সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্মোধন করেন। তাতেই রেগে যান জয়া বচ্চন। পাল্টা বলে বসেন, ‘শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট হত’। এরপর হরিবংশ জয়াকে কারণ হিসেবে জানান, জয়ার নাম সেখানে লিখিত রয়েছে জয়া অমিতাভ বচ্চন নামেই। তিনি বলেন, ‘আপনার পুরো নাম এখানে এটাই লেখা রয়েছে। আমি শুধু সেটাই পড়েছি।’ এরপর আক্ষেপের সুরে জয়া বচ্চন বলেন, ‘এটা খুব নতুন। মহিলারা তাঁদের স্বামীর নামেই পরিচিত হয়। তাঁদের নিজেদের কোনও অস্বিত্ব কিংবা প্রাপ্তী নেই।’

এই ভিডিয়ো ভাইরাল হতেই মুহূর্তে নেটিজ়েনদের নজরে আসেন জয়া বচ্চন। একশ্রেণি প্রশ্ন তুলে বসেন, বচ্চন পরিবারের অন্দরমহলে সত্যি সব ঠিক আছে তো! অমিতাভ বচ্চনের নামে কীসের এত সমস্যা? অপর শ্রেণি আবার জয়া বচ্চনের পক্ষ নিয়ে তাঁকে সমর্থনও করেন।

Next Article