চোখে সানগ্লাস। হাতে গ্লাভস। লাল জ্যাকেট, মাথায় টুপি পরে বরফের মধ্যে স্কিয়িং করছেন টলিউড (Tollywood) অভিনেতা জিৎ (Jeet)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য নিজের এমন ছবিই শেয়ার করেছেন। কখনও বা বরফের মধ্যে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফ্যামিলি ফ্রেম। কখনও বা অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে সপরিবার জিৎ। সোশ্যাল ওয়ালে এমন ছবি দেখেই বোঝা যাচ্ছে জিৎ রয়েছেন ছুটির মুডে।
আসলে বছরভর কাজে ব্যস্ত থাকেন জিৎ। তাই একটু ফুরসৎ মিলতেই ছুটির প্ল্যান করেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি ছিল তাঁদের দশম বিবাহবার্ষিকী। তা সেলিব্রেট করতেই মানালি, অমৃতসর ঘুরে এলেন তিনি।
এমনিতে বরফের কোনও জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল মেয়ের। সেই ইচ্ছেপূরণ করতেই নাকি হিমাচল প্রদেশের মানালিকে বেছে নিয়েছিলেন জিৎ। সেখানে গিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় অভিনেতা স্কিয়িংয়ের অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। ছবিতেই দেখা গিয়েছে বরফের পুতুল তৈরি করেছেন তাঁরা। সেই স্নো-ম্যান নাকি পাহাড় এবং পরিবেশের দেখভাল করবে।
তবে স্বর্ণ মন্দিরে এই প্রথমবার বেড়াতে গেলেন জিৎ। জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকবার পরিকল্পনা করতে চাইলেও তা সফল হয়নি। গত মার্চে লন্ডনে শুটিং শেষ করার পরের দিন থেকেই করোনা আতঙ্কে লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শিথিল হওয়ার পর বাকি থাকা ছবির কাজ শেষ করেছেন তিনি। শুটিংয়ের জন্য দেশ-বিদেশে ঘুরতে হয় তাঁকে। তবে সেটা তাঁর কাজ। আর পরিবার সঙ্গে থাকলে নিখাদ ছুটির মজা উপভোগ করেন তিনি।