Jeet: ‘আজকাল মন বড় উদাস থাকে’, হঠাৎ কী হল সুপারস্টার জিতের?

RG Kar Case: না, কোনও পদক্ষেপই তিলোত্তমাকে পরিবারের বুকে ফিরিয়ে দিতে পারবে না ঠিক, তবে ন্যায় বিচার যদি পাওয়া যায়, তবে কোথাও গিয়ে এই আন্দোলন, এই চিৎকার যেন এক দিশা পায়। তাই সকলের সঙ্গে পথে নেমেছেন তারকারাও।

Jeet: 'আজকাল মন বড় উদাস থাকে', হঠাৎ কী হল সুপারস্টার জিতের?
Follow Us:
| Updated on: Aug 21, 2024 | 7:03 PM

জিৎ। টলিউডের সুপারস্টার। তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে একটু পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সকলে। কথা দিয়ে কথা রাখেন তিনিও। তাই শিডিউল অনুযায়ী প্রতিটা অনুষ্ঠানেই হাজির হচ্ছেন জিৎ। তবে মানুষকে আনন্দ দেওয়ার মাঝেও কোথাও যেন মন খারাপ তাঁর। মঞ্চে উঠে বারবার জানিয়ে দিচ্ছেন, তাঁর শহর ভাল নেই। সম্প্রতি শহরের বুকে এক অনুষ্ঠানেও তাঁকে একই কথা বলতে শোনা গেল। বললেন, ‘যে সময় এই ইভেন্ট হচ্ছে, সেই সময় আমার শহরের অবস্থা একেবারেই ভাল নয়। কাজের মধ্যে থাকলেই ভেতর ভেতর মন খারাপ থাকে। উদাস থাকে। যবে থেকে এই ঘটনা ঘটেছে, তবে থেকেই। আমি এই মঞ্চে দাঁড়িয়ে প্রার্থনা করব, দ্রুত নির্যাতিতা বিচার পাক। ওনার পরিবার যে শক্তি পায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।’

কারণটা স্পষ্ট। কলকাতার বুকে ঘটে যাওয়া আরজি কর কাণ্ড। আজ সকলে তিলোত্তমার পরিবারের পাশে, মনের জোর বাড়িয়ে পায়ে পা মিলিয়ে বিচার চাইছেন প্রতিটা মানুষ। না, কোনও পদক্ষেপই তিলোত্তমাকে পরিবারের বুকে ফিরিয়ে দিতে পারবে না ঠিক, তবে ন্যায় বিচার যদি পাওয়া যায়, তবে কোথাও গিয়ে এই আন্দোলন, এই চিৎকার যেন এক দিশা পায়। তাই সকলের সঙ্গে পথে নেমেছেন তারকারাও।

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জিৎ। প্রশ্ন তুলেছিলেন আদপে কি আমরা স্বাধীন হয়েছি! সেদিনও রাতে এক অনুষ্ঠানের মঞ্চ যখন তাঁকে ঘিরে সরগরম, ঠিক সেই সময়ই তিলোত্তমার স্মৃতিতে থেমেছিলেন জিৎ। সকলকে মনে করিয়ে দিয়েছিলেন, গত কয়েকদিনে রাজ্যে কী ঘটেছে। তাই আনন্দ অনুষ্ঠানের মাঝেই তিনি তিলোত্তমার আত্মার শান্তি কামনায়, পরিবারের পাশে দাঁড়াতে পালন করলেন নীরবতা।