জিৎ। টলিপাড়ার এই অভিনেতাকে নিয়ে দর্শক মনে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। একের পর এক সুপারহিট ছবি দীর্ঘদিন ধরে দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। আর ইদে তাঁর পক্ষ থেকে ভক্তদের জন্য কোনও চমক থাকবে না, এমনটা খুব কমই হয়েছে। ২০২৪ সালও তাই ব্যতিক্রম হল না। সকলে প্রিয় এই সুপারস্টার ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির। জানেন, এবার তাঁর ঝুলিতে কী রইল? তাঁর আগামী ছবি বুমেরাং-এর প্রথম ঝলক। এই ছবির লুক নিয়ে ইদের সকাল সকাল সোশ্যাল মিডিয়া হাজির হলেন অভিনেতা।
টলিপাড়ায় নতুন জুটি জিৎ ও রুক্মিনী মৈত্রকে নিয়ে গত বছর থেকে ভক্ত মনে নানা জল্পনা। এই জুটিকে প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে, ফলে কেমন হতে চলেছে এই নয়া কেমিস্ট্রি, তা নিয়ে কৌতুহল তো ভক্তমনে প্রথম থেকেই রয়েছে। পাশাপাশি পরিচালক শৌভিক কুণ্ডু তাঁর এই সাইফাই কমেডি জ্যঁরের ছবিকে নিয়ে বেশ উৎসাহী। এক অন্য ধাঁচে গড়া এই ছবির চিত্রনাট্য। ছবির কাজ শেষ হয়েছে আগেই। যদিও মুক্তির জন্য অপেক্ষা ক্রমই হয়েছে দীর্ঘ।
ভোট বাজার থেকে সরে দাঁড়িয়ে এই ছবি ভোটের ফলাফল ঘোষণার পরেই মুক্তি পেতে চলেছে। কিছুদিন আগেই এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ৭ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে জিৎ-রুক্মিনীর ধামাকা ছবি। জিৎ রুক্মিণী ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তসহ আরও অনেকে। এখন ছবির টিজ়ার থেকে ট্রেলারের অপেক্ষা।