কাটল জট! অবশেষে বিবাদ ভুলে একসঙ্গে দিতিপ্রিয়া-জীতু
এই ঘটনার রাত গড়াতে না গড়াতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন জীতু কামাল। তিনি উল্লেখ্য চ্যাটের স্ক্রিনশর্টই সরাসরি পোস্ট করে নিজের জায়গা স্পষ্ট করেন। আর তার পর থেকেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে এক শ্রেণির কপালে চিন্তার ভাঁজ।

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে এক জনপ্রিয় ধারাবাহিকের-এর নাম। কারণ একটাই। প্রকাশ্যে ধারাবাহিকের নায়ক-নায়িকার বচসা। নাম না করে ধারাবাহিকের সহঅভিনেতার দিকে অভিযোগের তির ছুঁড়েছিলেন দিতিপ্রিয়া রায়। মূলত, তাঁর এই পোস্টে তুলে ধরেছিলেন অভিনেতার সঙ্গে তাঁর হোয়াটসঅ্য়াপ চ্যাটের কথোপকথনের কিছু অংশ। যা দিতিপ্রিয়ার কাছে ‘অনৈতিক’ বলে মনে হয়েছিল। এই ঘটনার রাত গড়াতে না গড়াতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন জীতু কামাল। তিনি উল্লেখ্য চ্যাটের স্ক্রিনশর্টই সরাসরি পোস্ট করে নিজের জায়গা স্পষ্ট করেন। আর তার পর থেকেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে এক শ্রেণির কপালে চিন্তার ভাঁজ। তবে কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এক সঙ্গে আর কাজ করবেন না তাঁরা?
তবে শুক্রবার দুপুরেই নিজের অবস্থান স্পষ্ট করেন জীতু। জানিয়ে দিয়েছিলেন, তিনি ধারাবাহিক থেকে সরছেন না। তবে প্রশ্ন ছিল দিতিপ্রিয়া কী করতে চলেছেন। তবে খুব একটা সময় নিলেন না তিনি। অবশেষে প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় কাটল সকল জট। তাই বিবাদ ভুলে আবারও একই ফ্রেমে ফিরবেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার সন্ধ্যায় তা নিজেই স্পষ্ট করেদিলেন । লিখলেন, “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।”
অর্থাৎ ধারাবাহিকের দর্শকদের কাটল দুশ্চিন্তা। অবশেষে সব মান-অভিমান মিটিয়ে কাজের স্বার্থে তাঁরা আবারও এক ফ্লোরে ফিরছেন তাঁরা।
