জুনিয়র পি.সি.সরকারের ‘ম্যাজিক’! পাত্র চাই বিজ্ঞাপন দিতেই শ’য়ে শ’য়ে ছেলের লাইন বাড়িতে?
চিন্তায় রাতের ঘুম উড়েছে জুনিয়র পি.সি.সরকারের। হন্যে হয়ে পাত্র খুঁজছেন তিনি। একটু অবাকই লাগতে পারে। ভাবছেন পি.সি.সরকারের মতো 'তারকা'এই ব্যাপারে কেন চিন্তিত হবেন? তিন কন্যা সন্তানের বাবা তিনি। সমাজে যতই তাঁর 'সেলিব্রিটি' তকমা থাকুক না কেন মেয়েদের দায়িত্ব নিয়ে তিনি এখন খুবই চিন্তিত।
চিন্তায় রাতের ঘুম উড়েছে জুনিয়র পি.সি.সরকারের। হন্যে হয়ে পাত্র খুঁজছেন তিনি। একটু অবাকই লাগতে পারে। ভাবছেন পি.সি.সরকারের মতো ‘তারকা’এই ব্যাপারে কেন চিন্তিত হবেন? তিন কন্যা সন্তানের বাবা তিনি। মানেকা, মুমতাজ এবং মৌবনী। সমাজে যতই তাঁর ‘সেলিব্রিটি’ তকমা থাকুক না কেন মেয়েদের দায়িত্ব নিয়ে তিনি এখন খুবই চিন্তিত।
তাই তো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন পাত্র খোঁজার। বিজ্ঞাপন দেখে কি পাত্র পক্ষের তরফে কোনও উত্তর এল? জাদুসম্রাটের তিন মেয়ে। বড় মেয়ে বাবার সঙ্গেই জাদু দেখান। আর দুই কন্যা অভিনেত্রী। এ প্রসঙ্গে পি.সি.সরকার TV9 বাংলাকে বলেন, “আমরা রক্তমাংসের মানুষ চাইছি। যাঁর ইমোশন আছে। কোনও রোবট চাইছি না। তাই কম্পিউটারের মাধ্যমে মানুষ পছন্দ করা হোক একেবারেই আমি চাই না। মেয়েদের সাহায্য় করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।” কন্যাদের জন্য কি স্বয়ম্বর সভা বসাবেন জুনিয়র পি.সি.সরকার? তিনি বললেন, “যদি পারি তাই করব। না হলে অপেক্ষা করব।”
এ প্রসঙ্গে জাদু সম্রাটের মেজ মেয়ে মুমতাজ জানিয়েছেন, ভাল ছেলে তো পাওয়া মুশকিল। দু’দিনের জন্য সংসার করতে চান না তিনি। তাই তিনি মা-বাবার উপরেই দায়িত্ব দিয়েছেন তাঁরা। বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে একগুচ্ছ ফোন আসা শুরু হয়েছে। ফোন বেজেই চলেছে। বলা যেতে পারে পাত্রের লাইন পড়তে চলেছে আর কয়েক দিনের মধ্যে। উল্লেখ্য, রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পি সি সরকার জুনিয়রের এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন। বিজ্ঞাপনে লেখা, ‘জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।’ যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া রয়েছে।