টাকা দিয়ে ‘ভিডিয়ো-অন-ডিমান্ড’ প্ল্যাটফর্মে দেখতে হবে ‘জাস্টিস লিগ’

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 05, 2021 | 1:41 PM

জ্যা়াক স্নাইডার জাস্টিস লিগ আমেরিকায় এইচবিও ম্যাক্স, এশিয়ার বিভিন্ন অংশে এইচবিও এবং মধ্য ইউরোপ, নর্ডিক্স, পর্তুহাল ও স্পেনে স্ট্রিম হব এইচবিও সার্ভিসে। শোনা যাচ্ছে এইচবিও ম্যাক্স লঞ্চ হওয়ার পর ২০২১ সালে লাতিন আমেরিকায় স্ট্রিম হতে পারে জাস্টিস লিগ।

টাকা দিয়ে ‘ভিডিয়ো-অন-ডিমান্ড’ প্ল্যাটফর্মে দেখতে হবে জাস্টিস লিগ
জাস্টিস লিগ।

Follow Us

স্নাইডার’স জাস্টিস লিগ-এর প্রথম ট্রেলার প্রকাশ্যে আসার পর নেটিজেনের একের পর এক কমেন্ট পড়তে শুরু করছে কমেন্ট সেকশনে। কেউ লিখছেন, ‘সেরা ভ্যালেন্টাইন উপহার’ তো কেউ লিখছেন ‘গোটা কাস্ট এবং ক্র্যুদের দেখে খুব খুশি হয়েছি।’ আজ এল নতুন খবর, আগামী ১৮ মার্চ, ‘জাস্টিস লিগ স্নাইডার্স কাট’, অ্যাপেল টিভি, বুক মাই শো স্ট্রিম, গুগল প্লে, হাঙ্গামা প্লে, টাটা স্কাই এভং ইউটিউব ভারতে মুক্তি পেতে চলেছে।

 

আরও পড়ুন বিনা অনুমতিতে ছবির পোস্টারে সুনীল শেট্টির মুখ, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের অভিনেতার

 

 

যা বোঝা যাচ্ছে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ নেট-ফ্লিক্স এবং ডিজনি+হটস্টারের মতো সাবস্ক্রিপশন-ভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে নয়, ‘ভিডিয়ো-অন-ডিমান্ড’ প্ল্যাটফর্মগুলোয় মুক্তি পেতে চলেছে। যদিও ছবি দেখতে দর্শকের পকেটের খরচ কত হতে পারে তা এখনও ঘোষিত হয়নি। এও জানা যায়নি, যে জাস্টিস লিগ স্নাইডার কাট ভারতে ‘ভাড়া’ এবং ‘কেনা’, এই দুই পরিষেবাই থাকছে কি না।

জ্যা়াক স্নাইডার জাস্টিস লিগ আমেরিকায় এইচবিও ম্যাক্স, এশিয়ার বিভিন্ন অংশে এইচবিও এবং মধ্য ইউরোপ, নর্ডিক্স, পর্তুহাল ও স্পেনে স্ট্রিম হব এইচবিও সার্ভিসে। শোনা যাচ্ছে এইচবিও ম্যাক্স লঞ্চ হওয়ার পর ২০২১ সালে লাতিন আমেরিকায় স্ট্রিম হতে পারে জাস্টিস লিগ।

 

 

চার ঘন্টার ছবি। এক ঘন্টা করে চার ভাগে ভাগ হয়েছে গোটা ছবি। পরিচালক জ্যা়াক স্নাইডার।‘জাস্টিস লিগ’ তৈরির সময়ে ব্যক্তিগত কারণে ছবির নির্মাণ থেকে সরে যান জ্যা়ক। নতুন পরিচালক জস হোয়েডন জায়গা করে নেন জ্যা়কের পরিবর্তে। তবে সূত্রের খবর ওয়ার্নার ব্রাদার্সের (প্রযোজনা সংস্থা) সঙ্গে সৃজনশীল পার্থক্যের কারণে সরে যান জ্যা়ক।

‘জাস্টিস লিগ’-এ বেন অ্যাফ্লেককে ‘ব্যাটম্যান’ চরিত্রে দেখা যাবে। এছাড়াও গ্যাল গ্যাডট থাকছেন ‘ওয়ান্ডার উওম্যান’ চরিত্রে। জেসন মোমোয়া (অ্যাকোয়াম্যান), এজরা মিলার (দ্য ফ্ল্যাশ) এবং রে ফিশার থাকছেন (সাইবর্গ)-এর চরিত্রে অভিনয় করছেন। ১৮ মার্চ, এইচবিও ম্যাক্স-এ রিলিজ হবে ‘জাস্টিস’ লিগ।

Next Article