অজয় দেবগণ এবং কাজল। বলিউডের এই প্রথম সারির দম্পতি নাকি বেশ কিছু সম্পদের মালিক। অর্থবান এই পরিবারের সংগ্রহে মূল্যবান কী কী সম্পদ রয়েছে, তা দেখে নেওয়া যাক এক নজরে। মুম্বইয়ের জুহুতে অজয় এবং কাজলের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। সেখানে দুই সন্তান নাইসা এবং যুগকে নিয়ে থাকতেন তাঁরা। নাইসা ও যুগকে নিয়ে একসঙ্গেই থাকেন এখন দম্পতি। এই বাংলোর নাম নাকি শিবশক্তি। যার অর্থমূল্য ৬০ কোটি টাকা।
আধুনিক আসবাবপত্রে সাজানো এই বাংলোর অন্দরমহল নাকি চোখ ধাঁধানো। দম্পতির বেশ কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি অডি কিউ সেভেন। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। বাড়ি, গাড়ি ছাড়াও কাজলের ওয়ার্ড্রোবে দামি শাড়িও রয়েছে। পাশাপাশি অজয় দেবগণ তাঁর কাজের জন্য একটি অফিসও কিনেছেন কিছুদিন আগে। সেখানেই ছবির নানা মিটিং করা থেকে শুরু করে স্ক্রিপ্ট পড়ার কাজ করে থাকেন তিনি।
অজয়-কাজলের গ্যারাজে রয়েছে বিএমডব্লিউ এক্স সেভেন এসইউভি। যার দাম নাকি এক কোটি ৬০ লক্ষ টাকা। কাজলের ব্যবহারের জন্য কালো রঙের একটি ভলভো গাড়ি রয়েছে। তার দাম প্রায় ৯০ লক্ষ টাকা। মুম্বই ছাড়াও অজয়-কাজলের লন্ডনেও একটি বাড়ি রয়েছে। লন্ডনের পার্ক লেনে দম্পতির ওই ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা। জুটির মোট সম্পত্তির পরিমাণ ৬৭৬ কোটি টাকা।