কাজলের নতুন ছবি ‘ত্রিভঙ্গ’-র টিজার রিলিজ, মুক্তি ওটিটিতে!

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 16, 2021 | 5:16 PM

‘ত্রিভঙ্গ’ মূলত ফ্যামিলি ড্রামা। একটি পরিবারে তিন জেনারেশনের গল্প বলবে ‘ত্রিভঙ্গ’।

কাজলের নতুন ছবি ‘ত্রিভঙ্গ’-র টিজার রিলিজ, মুক্তি ওটিটিতে!
কাজল

Follow Us

কাজলের (Kajol) নতুন ছবি ‘ত্রিভঙ্গ’-র টিজার রিলিজ হল। নিজের সোশাল মিডিয়াতেই নতুন ছবির টিজার রিলিজ করলেন কাজল। ১৫ জানুয়ারি ছবির মুক্তি। তবে ‘ত্রিভঙ্গ’ মুক্তি পাচ্ছে ওটিটিতেই। নেটফ্লিক্স-এ। এখনও সিনেমা হলে ছবি রিলিজ করতে ভরসা পাচ্ছে না প্রযোজক সংস্থা।

 

আরও পড়ুন ম্যাসাজ নিচ্ছেন অনন্যা, পোস্ট করলেন ছবি

 

টিজারটি ২০ সেকেণ্ডের। টিজারটিকে দেখে বোঝা যাচ্ছে কাজলের চরিত্রটি একটি ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে যায়। কাজল এই ছবিতে একজন ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন। কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন মিথিলা পালকর, তানভি আজমি। তিনজনই অভিনয়ের ‘পাওয়ার হাউস’! বোঝাই যাচ্ছে জোরাল অভিনয়ই হবে এই ছবির প্রাণ ভোমরা। হবে নাই-বা কেন? এই ছবির পরিচালকও যে একজন জাঁদরেল অভিনেত্রী। রেণুকা সাহানি।

 

 

‘ত্রিভঙ্গ’ মূলত ফ্যামিলি ড্রামা। একটি পরিবারে তিনটি জেনারেশনের গল্প বলবে ‘ত্রিভঙ্গ’। ১৯৮০ থেকে আজ অবধি পুরো সময়কে ধরা হবে ছবিতে।পরিচালক রেণুকা সাহানি টুইট করে জানিয়েছেন কাজল,মিথিলা,তানভি এবং সকলেই নিজের সমস্তটুকু নিংড়ে দিয়েছেন ছবিটির জন্য। রেণুকা যা ভেবেছিলেন, তার থেকে অনেক বেশি ঢেলে দিয়েছেন এঁরা।
‘ত্রিভঙ্গ’-র প্রযোজক অজয় দেবগণ নিজে।আরও দুটি প্রযোজক সংস্থা জড়িয়ে আছে ছবিটির সঙ্গে। অজয় দেবগণ প্রযোজিত ‘তানাজি’ দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে রিলিজ করেছিল। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের মাঝামাঝি অমিতাভ বচ্চনকে নিয়ে অজয় দেবগণ ওঁর নতুন ছবির শুটিং শুরু করবেন ‘মে ডে’।

Next Article