শ্রীময়ী একা নন, কাঞ্চনও রাঙা হলেন মেহেন্দির রঙে, হাতে লিখলেন…

Mar 01, 2024 | 4:25 PM

Kanchan-sreemoyee: শ্রীময়ী নিজেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। হাত জুড়ে তাঁর মেহেন্দি। পাশাপাশি কাঞ্চনের হাতেও দেখা গেল শ্রী লেখা মেহেন্দি দিয়ে। পোজ় দিয়ে একাধিক ছবি তুললেন তাঁরা। গালা সেলিব্রেশন ৬ই মার্চ। 

শ্রীময়ী একা নন, কাঞ্চনও রাঙা হলেন মেহেন্দির রঙে, হাতে লিখলেন...
প্রেমদিবসের দিনেই হয়ে গিয়েছে আইনি বিয়ে।

Follow Us

কাঞ্চল মল্লিক, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা। যা নিয়ে নিত্য চর্চা বচসা, বিতর্কর পাশাপাশি সেলিব্রেশন বর্তমান। তবে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ নিজেদের সিদ্ধান্তে বেজায় খুশি। কটুকথাকে এড়িয়ে গিয়েই সংসার পাততে চলেছেন তাঁরা। ছোট ছোট অনুষ্ঠানের মোড়কে থাকছে সব রকমের স্বাধপূরণ। আইবুড়ো ভাত খাওয়া, মেহেন্দি, সবটাই চলছে সমানতালে। জুটির মুখে চওড়া হাসি। দেখতে দেখতে বিয়ে দিন দোরগোড়ায়। আর মাত্র কয়েকটা রাতের অপেক্ষা। তারপরই বিয়ের সানাই বাজবে। এরইমাঝে আইনি বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। মেহেন্দির রঙেও রেঙেছেন জুটি। শ্রীময়ী নিজেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। হাত জুড়ে তাঁর মেহেন্দি। পাশাপাশি কাঞ্চনের হাতেও দেখা গেল শ্রী লেখা মেহেন্দি দিয়ে। পোজ় দিয়ে একাধিক ছবি তুললেন তাঁরা। গালা সেলিব্রেশন ৬ই মার্চ।

বলেছিলেন ছিমছাম ভাবে বিয়ে করবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। কিন্তু বাস্তবে তা হচ্ছে না মোটেও। আইবুড়ো ভাত থেকে শুরু করে সঙ্গীত, মেহেন্দি সবই হচ্ছে জমিয়ে। বিয়ের এক সপ্তাহ আগে থেকেই লাগাতার ছবি শেয়ার করছিলেন শ্রীময়ী। এবার সামনে এসেছিল তাঁদের বিয়ের কার্ডও। ভাববেন না, সেই কার্ড নেহাতই সাধারণ। কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের কার্ডে রয়েছে বিশেষ চমক। গোটা কার্ড জুড়ে রয়েছে রাজকীয় ছোঁয়া। ছড়িয়ে রয়েছে আভিজাত্য।  রয়েছে রাজা-রানির ছবি। গোটা কার্ডেই যেন রাজস্থানি ছোঁয়া। অতিথিদের আসতে বলা হয়েছে সন্ধে সাতটার পর থেকে। এখানেই শেষ নয়, একই দিনে যে অনুষ্ঠান করছেন ওঁরা, লেখা আছে তাও। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বসতে চলেছে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারই তৈরি, এখন শুধু বিশেষ দিনের অপেক্ষা।

Next Article