Kanchan-Sreemoyee: গৃহিনীর শ্রীময়ীর প্রথম গোপাল পুজো, কী প্রার্থনা করলেন জানালেন কাঞ্চন
Tollywood: বিয়ের পর প্রথম জন্মাষ্টমীর পুজো। সাজো সাজো রব মল্লিক বাড়িতে। এমনিতে নিজের বাড়িতে সব পুজোই করেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ধুমধাম করে কালীপুজোতো হয়ই। জন্মাষ্টমীর অনুষ্ঠানও প্রতিবার বড় করে পালন করেন অভিনেতা। আর এত দিন ধরে সেই পুজোর অনেকটা দায়িত্বই পালন করে এসেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

বিয়ের পর প্রথম জন্মাষ্টমীর পুজো। সাজো সাজো রব মল্লিক বাড়িতে। এমনিতে নিজের বাড়িতে সব পুজোই করেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ধুমধাম করে কালীপুজোতো হয়ই। জন্মাষ্টমীর অনুষ্ঠানও প্রতিবার বড় করে পালন করেন অভিনেতা। আর এত দিন ধরে সেই পুজোর অনেকটা দায়িত্বই পালন করে এসেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কিন্তু তখনও তাঁদের বিয়ে হয়নি। এ বছর মল্লিক বাড়ির গৃহিনী হিসাবেই সব আয়োজন করছেন শ্রীময়ী।
View this post on Instagram
চারিদিকে যা উত্তপ্ত পরিবেশ এখন ভগবানের কাছে সকলের একটাই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে। পরিস্থিতি যেন ঠিক হয়। ন্যায় বিচার পায় তিলোত্তমা। এ দিন কাঞ্চনের বাড়িতে গোপাল পুজোতেও এই একটাই প্রার্থনা থাকবে এমনটাই ধারণা অনেকের। কিছু ক্ষণ আগে গোপাল ঠাকুরের একটি ছবি পোস্ট করেন কাঞ্চন। অনেকেই প্রশ্ন করেন, “দাদা এই বছর কি বাড়িতে পুজো করছেন?” আবার কেউ লেখেন,”দাদা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন ন্যায় বিচার পায় তিলোত্তমা।” চলতি বছরের জন্মাষ্টমীর পুজো কি আদৌ করছেন তিনি? TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়েছিল কাঞ্চনকে।
অভিনেতা বললেন,”এটা আমার বাড়ির বড় উত্সব অবশ্যই করব। আয়োজন চলছে। সাজানো গোছানো হচ্ছে। রাতের দিকে পুজো হবে। প্রার্থনা তো সকলের এখন একটাই।” সেই কথা বলতে বলতে প্রতিবাদ মিছিলের প্রসঙ্গ উঠে আসে। রবিবার ছোট পর্দার প্রতিবাদ মিছিলে দেখা যায়নি কাঞ্চন পত্নী শ্রীময়ীকে। অন্য দিকে আর্টিস্ট ফোরামের জমায়েতেও দেখা যায়নি কাঞ্চনকে। কেন দেখা যায়নি তাঁকে? প্রশ্ন রাখতেই কাঞ্চন বললেন,”শ্রীময়ী সিরিয়াল থেকে ছুটি পায়নি। আমারও একটা শুটিং চলছিল তাই যেতে পারিনি। ” তবে তাঁরাও ন্যায় বিচার চান এটা তাঁদেরও দাবি। আপাতত শ্রীময়ী এবং কাঞ্চন দুজনেই ব্যস্ত জন্মাষ্টমীর পুজোর প্রস্তুতিতে।
