‘কাঞ্চনকে বল, অন্য জায়গায় বলিস না, বোল্ড আউট হয়ে যাবি’, মদনের মন্তব্যে কী প্রতিক্রিয়া কাঞ্চনের?

Nov 20, 2024 | 9:54 PM

Kanchan Mallick: কল্যাণকে আক্রমণের পাশাপাশি একই বাক্যে এদিন কাঞ্চন প্রসঙ্গকেও উস্কে দিলেন মদন। মনে পড়ে লোকসভা ২০২৪ নির্বাচনের প্রচারে ঠিক কী ঘটেছিল? ভোটের প্রচারে কাঞ্চন-কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরজা কারও অজানা নয়।

কাঞ্চনকে বল, অন্য জায়গায় বলিস না, বোল্ড আউট হয়ে যাবি, মদনের মন্তব্যে কী প্রতিক্রিয়া কাঞ্চনের?

Follow Us

তৃণমূলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তাঁরই দলের বিধায়ক মদন মিত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশায় একজন সিনিয়র আইনজীবীও বটে। তাঁকে নিয়ে TV9 বাংলায় এবার একাধিক বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। কটাক্ষ করতে গিয়ে বিধায়ক কাঞ্চন মল্লিক প্রসঙ্গ টানতেও ভুললেন না। কথা প্রসঙ্গে এদিন মদন মিত্র কল্যাণকে কটাক্ষ করে বলেন, “তুই কাঞ্চনকে বলবি। কাকে বলছিস? ভেবে শুনে বল। মুশকিল হয়ে যাবে। কে কল্যাণ বলুন তো? কাঞ্চনের জন্যে কল্যাণ একটা ফ্যাক্টর। এই কাঞ্চন তুমি এদিকে ঢুকবে না, ওদিকে ঢুকবে না। কাঞ্চনকে বল। অন্য জায়গায় বলিস না, বোল্ড আউট হয়ে যাবি।”

কল্যাণকে আক্রমণের পাশাপাশি একই বাক্যে এদিন কাঞ্চন প্রসঙ্গকেও উস্কে দিলেন মদন। মনে পড়ে লোকসভা ২০২৪ নির্বাচনের প্রচারে ঠিক কী ঘটেছিল? ভোটের প্রচারে কাঞ্চন-কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরজা কারও অজানা নয়। ভোট প্রচারে গিয়ে কল্যাণের প্রচার সঙ্গী হতে গিয়েছিলেন কাঞ্চন। কিন্তু তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ‘অপমান’ করেছিলেন কল্যাণ। যদিও কল্যাণ সেই আসন থেকে জয়ী হতে শুভেচ্ছা জানাতে ভোলেননি কাঞ্চন মল্লিক।

এবারও কোনও বিতর্কে জড়ালেন না বিধায়ক। TV9 বাংলা মদন মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন, “আমি বিষয়টা জানি না। একটা পারিবারিক মিটিং-এ আছি। এই বিষয় কোনও মন্তব্যই করতে চাই না।”

Next Article
ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৪-এ কড়া টক্করে সামিল কোন-কোন ধারাবাহিক?
AR Rahman: বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী