‘আমরা কোনও অপরাধ করিনি’, মেয়ের জন্মের বিল বিতর্কে ভয়ঙ্কর চটলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী
বছরটা শুরু হয়েছিল তাঁর বিয়ে বিতর্ক দিয়ে। বছর শেষেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। তিনি অবশ্য এখন অনেক সময় নিজের নাম বলছেন কাঞ্চন 'বিতর্ক' মল্লিক। ২০২৪ সালের শেষ পর্যায়ে এবার সন্তান জন্মের খরচ প্রসঙ্গে বিতর্কের মুখে অভিনেতা। গত ২ নভেম্বর মেয়ের বাবা হয়েছেন কাঞ্চন।
বছরটা শুরু হয়েছিল তাঁর বিয়ে বিতর্ক দিয়ে। বছর শেষেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। তিনি অবশ্য এখন অনেক সময় নিজের নাম বলছেন কাঞ্চন ‘বিতর্ক’ মল্লিক। ২০২৪ সালের শেষ পর্যায়ে এবার সন্তান জন্মের খরচ প্রসঙ্গে বিতর্কের মুখে অভিনেতা। গত ২ নভেম্বর মেয়ের বাবা হয়েছেন কাঞ্চন। বিয়ের সাড়ে আট মাসের মাথায় সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর বিস্তর আলোচনার মুখে পড়তে হয়েছিল কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজকে।
এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্তান জন্মের খরচ। সন্তান জন্মের জন্য হাসপাতালে খরচ হয়েছে ৬ লক্ষ টাকা। সেই বিল নাকি বিধায়সভায় জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন। এই প্রশ্নের মুখে কাঞ্চন প্রথম TV9 বাংলাকে জানিয়েছিলেন, “আমি কোনও বিল জমাই দিইনি। আমি যদি বিল জমা দিই সেই বিল তো আমার কাছে রয়েছে। আমরা বিধায়ক হিসাবে একটা মেডিকেল পাই। সেই হিসাবে আমি বিল জমা দেব। কিন্তু সেই বিলটা কত সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়।”
আর এবার ফেসবুকে সাফাই দিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। তিনি লিখেছেন, “আমরা কোনও অপরাধমূলক কাজ করিনি। তাই আমার একটাই অনুরোধ যারা এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলব যে প্লিজ অনেক কিছু নিয়ে কথা বলার, সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হল বা কোথায় হল বা কত টাকা খরচা হল , কত মাসে হল, সিজার হলো নাকি নর্মাব ডেলিভারি হল নাকি, ফর্সেপ হল, এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না। সর্বোপরি বলব এগুলো ছাড়াও সমাজের অনেক বিষয় আছে চর্চা করার, আলোচনা করার,সমালোচনা করার, ওগুলোতে ফোকাস করুন। দয়া করে আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না” যদিও তিনি মেয়ের জন্মের জন্য হাসপাতালে খরচার কোনও বিল জমা দিয়েছেন কিনা তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।