রাজনীতিতে নাম লিখিয়েই ২.৯৬ কোটির এই ‘সম্পত্তি’ বাড়িতে ঢোকালেন কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 08, 2024 | 4:12 PM

Kangana Ranaut: নিজের বক্তব্য বা মতামত প্রকাশ করতে কখনওই ভয় পান না কঙ্গনা। তাঁকে ঘিরে বিস্তর বিতর্কও রয়েছে সেই কারণে। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, রাজনীতিতে পা রাখতে পারেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আসন্ন লোকসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন তিনি। 

রাজনীতিতে নাম লিখিয়েই ২.৯৬ কোটির এই সম্পত্তি  বাড়িতে ঢোকালেন কঙ্গনা

Follow Us

কঙ্গনা রানাওয়াত। বলিউডে রাজত্ব করার স্বপ্ন যাঁর বুকে, তিনি এবার নয়া লড়াইয়ে নাম লেখালেন। আর তা হল রাজনীতির ময়দান। ২০২৪-এর বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের প্রার্থী হয়েছেন কঙ্গনা। কঙ্গনা যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন, তা কম বেশি অনেকেরই জানা। নিজের বক্তব্য বা মতামত প্রকাশ করতে কখনওই ভয় পান না কঙ্গনা। তাঁকে ঘিরে বিস্তর বিতর্কও রয়েছে সেই কারণে। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, রাজনীতিতে পা রাখতে পারেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আসন্ন লোকসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন তিনি।

নিউজ৯-র গ্লোবাল সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়েই সোজাসুজি জবাব দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। বলেছিলেন, “রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়।” অনুষ্ঠানের শেষ অংশেই কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন কি না? এর জবাবে বলিউডের “কুইন” হেসে প্রথমে বলেছিলেন, “এই ঘোষণা করার মঞ্চ এটা নয়”। এরপর তিনি বলেন, “যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন। আমি সিনেমার সেট থেকেও রাজনৈতিক দলের সঙ্গে লড়েছি। ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই। এর জন্য আমার কোনও টিকিটের প্রয়োজন নেই। আমার মতে, যদি আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই, তবে এটাই সঠিক সময়।”

যদিও তার কিছুদিনের মধ্যেই সবটা স্পষ্ট হয়ে যায়। কঙ্গনা সত্যি নেমে পড়েন ভোট যুদ্ধে। রীতিমত কোমড় বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এরই মাঝে নিজের জন্য নতুন উপহার ঘটে আনলেন অভিনেত্রী। কিনলেন বিলাসবহু গাড়ি, যার দাম ২.৪৪ কোটি টাকা।

Next Article