তাপসীকে ‘শি-ম্যান’ বললেন কঙ্গনা, ক্ষোভ প্রকাশ কঙ্গনা-ভক্তদেরও, ‘কুইন’ দিলেন সাফাই

Apr 25, 2021 | 9:36 AM

আরবান ডিকশানারির টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, "তাপসী হলেন একজন বলিউড অভিনেত্রী যিনি তাঁর কড়া প্রত্যুত্তরের জন্য বিখ্যাত। ভারতীয় সুপারস্টার এবং পদ্মশ্রী প্রাপক কঙ্গনা রানাওয়াত তাঁকে 'সস্তা কপি' বলে উল্লেখ করেছেন। তাপসী হল বলিউডের 'পাপ্পু গ্যাং'-এর উদ্দেশ্য। ও কঙ্গনার ওয়ালমার্ট ভারশন"।

তাপসীকে শি-ম্যান বললেন কঙ্গনা, ক্ষোভ প্রকাশ কঙ্গনা-ভক্তদেরও, কুইন দিলেন সাফাই
তাপসী-কঙ্গনা

Follow Us

আবারও তাপসী পান্নুর প্রতি মন্তব্য ছুড়ে দিলেন কঙ্গনা রানাওয়াত। এ বার তাঁর চোখে তাপসী হয়ে গেলেন ‘শি ম্যান’। আরবান ডিকশানারি অনুযায়ী ‘শি ম্যান’ হলেন এমন একজন ব্যক্তি যিনি জন্মগত ভাবে পুরুষ, অথচ মহিলাদের মতো সাজপোশাক করেন। যা বাস্তব জীবনে তাপসী নন। হঠাৎ কেন তাপসীর প্রতি এ হেন মন্তব্য কঙ্গনার?

আরবান ডিকশানারির টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, “তাপসী হলেন একজন বলিউড অভিনেত্রী যিনি তাঁর কড়া প্রত্যুত্তরের জন্য বিখ্যাত। ভারতীয় সুপারস্টার এবং পদ্মশ্রী প্রাপক কঙ্গনা রানাওয়াত তাঁকে ‘সস্তা কপি’ বলে উল্লেখ করেছেন। তাপসী হল বলিউডের ‘পাপ্পু গ্যাং’-এর উদ্দেশ্য। ও কঙ্গনার ওয়ালমার্ট ভারশন”। প্রসঙ্গত, নেটিজেনদের একাংশের মতে ওই টুইটটে তাপসীকে নিন্দা নয়, বরং কঙ্গনার দিকেই ছুড়ে দেওয়া হয়েছে সারকাজমের তীর। তিনি এবং তাঁর দিদি রঙ্গোলী বহুবার তাপসীকে তাঁর ‘ডুপ্লিকেট ভারশন’ বলেছেন। করণ জোহারের সঙ্গে তাপসীর হৃদ্যতার কারণে তাঁকে ‘পাপ্পু দল’-এর সদস্যও বলেছেন।

 

আরও পড়ুন-  সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার অজয়, স্বাধীনতা দিবসে শুরু হবে যুদ্ধ


ওই টুইটই শেয়ার করে কঙ্গনা লেখেন, “হা-হা-হা- শি ম্যান তো এ সব দেখে আজ ভীষণ খুশি হবে।” আর তাতেই আপত্তি জানিয়েছেন কঙ্গয়ান ভক্তদের একাংশও। তাঁদের বক্তব্য, “অকারণে তাপসীর লিঙ্গ নিয়ে কঙ্গনার এ হেন মন্তব্য করা কি আদৌ উচিত”? একজন লেখেন, “কঙ্গনা আমি তোমার ভক্ত। কিন্তু এই কথার সঙ্গে একমত হতে পারলাম না”। আর একজনের বক্তব্য, “বুলিউড (কঙ্গনা বলিউডকে বুলিউড বলেন) এবং তোমার মধ্যে কোনও পার্থক্য নেই।”


যদিও এর পরিপ্রেক্ষিতেও সাফাই গেয়েছেন কঙ্গনা। তিনি লেখেন, “শি-ম্যান হওয়া খারাপ নাকি? আমার তো মনে হয় ওঁর টাফ লুক্সের জন্য এটি কমপ্লিমেন্ট। আপনারা নেগেটিভ কেন ভাবছেন জানিনা।” তাপসী যদিও এখনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ফিল্মফেয়ারের মঞ্চে ‘থাপ্পড়’ ছবির জন্য পুরস্কার পান তাপসী। যে বিভাগে তিনি সেরা হয়েছেন ওই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন দীপিকা পাড়ূকোন, বিদ্যা বালান এমনকি কঙ্গনা নিজেও। কিন্তু সবাইকে ছাপিয়ে শেরার মুকুট তুলে নেন তাপসী ।মঞ্চে উঠে কঙ্গনার প্রশ্ংসায় পঞ্চমুখ তাপসী বলেন, ” যেভাবে তুমি সীমারেখা অতিক্রম করেছ যে জন্য তোমায় ধন্যবাদ কঙ্গনা। পারফরম্যান্সের যে বেঞ্চমার্ক তুমি তৈরি করেছ তা বছরের পর বছর বেড়েই চলেছে।” তাপসীর সেই স্পিচেরই একটি ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ধন্যবাদ তাপসী। বিমল এলাইচি ফিল্ম ফেয়ার প্রাপ্য তোমারই। তোমার চেয়ে বেশি ডিসারভিং আর কেউ নেই।”


যদিও নেটিজেনদের একাংশ মনে করেছিলেন প্রশংসা নয় আদপে তাপসীকে খোঁচা দিয়েছেন কঙ্গনা। তাঁদের যুক্তি ছিল, “কঙ্গনা জেতেননি ফিল্ম ফেয়ার। না জেতায় তিনি যে ভাবিত নন সে কথাই তাপসীকে স্মরণ করিয়ে দিয়ে ফিল্মফেয়ার যে নির্দিষ্ট ব্র্যান্ডে এন্ডোরসমেন্ট ডিল দ্বারা পরিচালিত হয়– সে কথাই মনে করিয়ে দিলেন কঙ্গনা? পাঙ্গার জন্য ফিল্মফেয়ার না জিতলেও তিনি যে ওই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, সে কথাই কি কোথাও গিয়ে উঠে এল তাঁর বক্তব্যে?” এর আগেও তাপসী বারেবারে এসেছে কঙ্গনা নিশানায়। গত বছর স্বজনপোষণ বিতর্ক চলাকালীনও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা-তাপসী। সে সময় তাপসীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলেও উল্লেখ করেন কঙ্গয়ান রানাওয়াত।

Next Article