কঙ্গনার ঘাড়ে ট্যাটু, জানেন এই চিহ্ন দিয়ে কী বোঝাতে চাইলেন সাংসদ?

Jan 14, 2025 | 5:38 PM

Viral Picture: বলিউডের অন্দরমহলে অনেকের সঙ্গেই তিনি দূরত্ব বজায় রাখতেন। কখনও কখনও তাঁর স্পষ্ট কথাও হয়ে উঠত কাল। যার ফলে বলিউডে তিনি একপ্রকারের কোণ ঠাসা।

কঙ্গনার ঘাড়ে ট্যাটু, জানেন এই চিহ্ন দিয়ে কী বোঝাতে চাইলেন সাংসদ?

Follow Us

কঙ্গনা রানাওয়াত। বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। অভিনয় থেকে শুরু করে ব্যক্তি জীবনের সমীকরণ, একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। হিমাচলের মেয়ে, সেখান থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন মায়া নগরীতে। তিলে তিলে নিজের জায়গা দর্শকমনে পাকা করলেও বলিউডে সেভাবে পসার জমিয়ে উঠতে পারেনি তিনি। নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি পার্টি পছন্দ করেন না। কারও সঙ্গে গিয়ে অকারণে গল্প-আড্ডায় মাততে পারেন না। কাজের বাইরে সম্পর্ক রাখায়, গসিপে তিনি বিশ্বাসী নন। তাই বলিউডের অন্দরমহলে অনেকের সঙ্গেই তিনি দূরত্ব বজায় রাখতেন। কখনও কখনও তাঁর স্পষ্ট কথাও হয়ে উঠত কাল। যার ফলে বলিউডে তিনি একপ্রকারের কোণ ঠাসা।

বর্তমানে একাই লড়াই করে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শুরু করেছেন কেরিয়ারে নয়া ইনিংস। ফলে এখন ছবির পাশাপাশি মানুষের জন্য কাজ করতেও ব্যস্ত তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজ কিংবা ছবি, কোনও বিষয় নয়, বরং ঘাড়ের ট্যাটু হয়ে উঠল চর্চার বিষয়। কঙ্গনা রানাওয়াত সম্প্রতি একটি ট্যাটু করিয়েছেন, যা একটি তলোয়ার ও দুটি ডানার চিহ্ন। জানেন এর অর্থ কী?

মুকুটটি তাঁকে রানির প্রতীক। দুই ডানা তাঁর স্বাধীনচেতা মনের প্রতীক। অন্যদিকে তলোয়ারটি তাঁর লড়াইয়ের প্রতীক। তিনি কতটা কঠিন পরিস্থিতি দিয়ে উঠে এসেছেন তারই প্রতীক।

Next Article