৫০০ টাকার ভুট্টা! বিরাটের রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে শোরগোল নেটপাড়ায়

Jan 14, 2025 | 5:11 PM

Virat Kohli Restaurant: লিউডের সেলিব্রিটিদেরও এখানে বিশেষ দিন সেলিব্রেট করতে দেখা যায়। সদ্য হৃত্বিক রোশন তাঁর বাবা রাকেশ রোশনের জন্মদিন সেলিব্রেট করতে সেখানেই পৌঁছিয়ে গিয়েছিলেন। এবার সেই রেস্তোরাঁ নিয়ে বিতর্কের ঝড়।

৫০০ টাকার ভুট্টা! বিরাটের রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে শোরগোল নেটপাড়ায়

Follow Us

কিশোর কুমারের মুম্বইয়ের বাড়ি এখন রেস্তোরাঁ। নাম, One8 Commune। যেখানে খাওয়ার জন্য মুখিয়ে থাকেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সমস্ত ভক্তরা। কারণ এটা তাঁরই রেস্তোরাঁ। যার ইন্টেরিয়র থেকে শুরু করে খাবার, সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। বলিউডের সেলিব্রিটিদেরও এখানে বিশেষ দিন সেলিব্রেট করতে দেখা যায়। সদ্য হৃত্বিক রোশন তাঁর বাবা রাকেশ রোশনের জন্মদিন সেলিব্রেট করতে সেখানেই পৌঁছিয়ে গিয়েছিলেন। এবার সেই রেস্তোরাঁ নিয়ে বিতর্কের ঝড়।

কী এমন ঘটল?  

এক ছাত্রী সম্প্রতি বিরাট কোহলির রেস্তোরাঁ One8 Commune-এ খাওয়ার অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তিনি জানান যে, ৫২৫ টাকা (কর ছাড়া) খরচ করে একটি পদ অর্ডার করেছিলেন, যা আদপে ছিল কয়েকটি ভুট্টার স্লাইস।

ডিশটির নাম ছিল Peri Peri Corn Ribs, যা নিয়ে মেনুতে বলা ছিল রসুনের সস (গার্লিক আইওলি), পারমেজান চিজ এবং স্ক্যালিয়নের সঙ্গে ভুট্টা। তবে পরিবেশনের পর সেটি দেখে অবাক ও নিরাশ হন স্নেহা। তিনি ছবি পোস্ট করে লেখেন, “আজ ৫২৫ টাকা দিয়ে One8 Commune-এ এটি খেলাম।” ছবিতে দেখা যায়, একটি প্লেটে কয়েকটি ভুট্টার টুকরো সাজানো রয়েছে, সঙ্গে সামান্য সস এবং স্ক্যালিয়ন।

স্নেহার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে। নানাজন এসে নানা মন্তব্য করে যান অভিযোগকারীর পোস্টে। কেউ মজা করে বলেন, তিনি মূলত একটি “ভুট্টার প্লেট” কিনেছেন। অন্যদিকে, অনেকে জানান যে, এমন অভিজাত রেস্তোরাঁয় খাবারের দাম শুধু খাবারের উপাদানের জন্য নয়, বরং পরিবেশ, পরিষেবা এবং অভিজ্ঞতার জন্যও নেওয়া হয়।

একজন মন্তব্য করেন, “আপনি অর্ডার করার আগেই জানতেন এটি কেমন হবে, তাই এখন অভিযোগ করার কিছু নেই।” আরেকজন মন্তব্য করেন, “আপনি খাবারের জন্য নয়, পরিবেশের জন্য টাকা দিয়েছেন।”

Next Article