করোনায় আক্রান্ত কঙ্গনা, ইনস্টাগ্রামে লিখলেন ‘এটা ফ্লু ছাড়া কিছু নয়’!

শুভঙ্কর চক্রবর্তী |

May 08, 2021 | 11:34 AM

তিনি লেখেন, ভাইরাস আমার শরীরে পার্টি করছে, এখন আমি জানি যে আমি এটিকে ধ্বংস করব।

করোনায় আক্রান্ত কঙ্গনা, ইনস্টাগ্রামে লিখলেন এটা ফ্লু ছাড়া কিছু নয়!
কঙ্গনা রানাওয়াত

Follow Us

এবার করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানালেন অভিনেত্রী।

নিজের ধ্যানমগ্ন ছবি পোস্ট করে কঙ্গনা ক্যাপশনে লিখলেন, ‘গত কয়েকদিন ধরে আমার চোখ সামান্য জ্বলছিল, ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলাম। হিমাচলে যাওয়ার ইচ্ছে ছিল, তাই গতকাল আমার টেস্ট করালাম এবং আজ রেজাল্ট এল আমি কোভিড পজিটিভ। আমি নিজেকে আলাদা করে রেখেছি, আমার কোনও ধারণা ছিল না যে এই ভাইরাস আমার শরীরে পার্টি করছে, এখন আমি জানি যে আমি এটিকে ধ্বংস করব। মনে রাখবেন কোন শক্তি যেন আপনাকে পরাভূত করতে না পারে।

 

আরও পড়ুন মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর উল্টোডাঙ্গা থানায়

 

আপনি যদি ভয় পান তবে এটি আপনাকে আরও ভয় দেখাবে। আসুন এই কোভিড-১৯কে আমরা ধ্বংস করি  এটি একটি ছোট টাইম ফ্লু ছাড়া আর কিছুই নয় যা খুব বেশি চাপ ফেলছে এবং এখন কিছুজনকে পাগল করছে। হর হর মহাদেব।‘

 

 

গত ৪ মে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এবার ইনস্টাগ্রামে ভোট পরবর্তী পর্বে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় খাস কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করেছেন কঙ্গনা, এমনই অভিযোগও তুলে উল্টোডাঙা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা ঋজু দত্ত।

Next Article