‘গিফ্ট কিনতে গেলে কামাতেও তো হবে’, স্ত্রীকে কেন বললেন কপিল?

Dec 12, 2020 | 7:00 PM

1 / 8
বউয়ের পছন্দসই গিফ্ট কিনতে গেলে বাড়ি বসে থাকলে হবে না। বেরতে হবে শুটে। কামাতে হবে পয়সা। তাই বিয়ের দ্বিতীয় বছরের সকালে স্ত্রীর সঙ্গে সময় না কাটিয়ে কমেডিয়ান কপিল শর্মার ওয়ার্ক মোড অন।

বউয়ের পছন্দসই গিফ্ট কিনতে গেলে বাড়ি বসে থাকলে হবে না। বেরতে হবে শুটে। কামাতে হবে পয়সা। তাই বিয়ের দ্বিতীয় বছরের সকালে স্ত্রীর সঙ্গে সময় না কাটিয়ে কমেডিয়ান কপিল শর্মার ওয়ার্ক মোড অন।

2 / 8
আজ অর্থাৎ শনিবার কপিল এবং গিন্নির বিবাহবার্ষিকী। কিন্তু কাজের বিরাম নেই। তাই ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করার পরিবর্তে কপিল পোস্ট করেছেন তাঁর নিজের ছবি। চোখে রোদচশমা, গায়ে নীল জ্যাকেট...ক্যাপশনে স্ত্রীকে ট্যাগ করে কপিল লিখেছেন, "সরি বেবি। অ্যানিভারসরির দিনেও কাজ করতে হচ্ছে। গিফ্ট দিতে গেলে কামাতে তো হবেই।"

আজ অর্থাৎ শনিবার কপিল এবং গিন্নির বিবাহবার্ষিকী। কিন্তু কাজের বিরাম নেই। তাই ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করার পরিবর্তে কপিল পোস্ট করেছেন তাঁর নিজের ছবি। চোখে রোদচশমা, গায়ে নীল জ্যাকেট...ক্যাপশনে স্ত্রীকে ট্যাগ করে কপিল লিখেছেন, "সরি বেবি। অ্যানিভারসরির দিনেও কাজ করতে হচ্ছে। গিফ্ট দিতে গেলে কামাতে তো হবেই।"

3 / 8
 এর পরেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে কপিলের মন্তব্য, "ভালবাসি। সন্ধেবেলা দেখা হচ্ছে।" অর্থাৎ সকালটা শুটিংইয়ে ব্যস্ত থাকলেও সন্ধেবেলা যে শুধু স্ত্রীয়ের তা জানাতে ভোলেননি কপিল।

এর পরেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে কপিলের মন্তব্য, "ভালবাসি। সন্ধেবেলা দেখা হচ্ছে।" অর্থাৎ সকালটা শুটিংইয়ে ব্যস্ত থাকলেও সন্ধেবেলা যে শুধু স্ত্রীয়ের তা জানাতে ভোলেননি কপিল।

4 / 8
দু'দিন আগেই কপিল এবং গিন্নির একমাত্র মেয়ের জন্মদিন ছিল। এক বছরে পড়ল সে। মেয়ের ছবি শেয়ার করে কপিল লিখেছিলেন, "লাডোর প্রথম জন্মদিনে ওকে এত ভালবাসা আর শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ বাড়িতে আবার সেলিব্রেশন।

দু'দিন আগেই কপিল এবং গিন্নির একমাত্র মেয়ের জন্মদিন ছিল। এক বছরে পড়ল সে। মেয়ের ছবি শেয়ার করে কপিল লিখেছিলেন, "লাডোর প্রথম জন্মদিনে ওকে এত ভালবাসা আর শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ বাড়িতে আবার সেলিব্রেশন।

5 / 8
গিন্নি এবং কপিলের বিয়ে যেন রোলারকোস্টার রাইড। কপিল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০৫ সালে প্রথম গিন্নির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় তিনি নাটকের পরিচালনা করছেন। গিন্নি অডিশন দিতে এসেছিলেন। সেই সময়েই কপিলের এক বন্ধু তাঁকে বলে গিন্নি নাকি মনে মনে কপিলকে ভীষণ পছন্দ করেন।

গিন্নি এবং কপিলের বিয়ে যেন রোলারকোস্টার রাইড। কপিল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০৫ সালে প্রথম গিন্নির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় তিনি নাটকের পরিচালনা করছেন। গিন্নি অডিশন দিতে এসেছিলেন। সেই সময়েই কপিলের এক বন্ধু তাঁকে বলে গিন্নি নাকি মনে মনে কপিলকে ভীষণ পছন্দ করেন।

6 / 8
কপিল তা সরাসরি গিন্নিকে জিজ্ঞাসা করতেই অস্বীকার করে গিন্নি। এভাবেই চলতে থাকে। হঠাৎই একদিন নিজের পরিবারের সঙ্গে গিন্নির আলাপ করিয়ে দেন কপিল। এর পর কপিল চলে আসেন মুম্বই। সেখানে এক রিয়ালিটি শো-এ অডিশন দেন তিনি। কিন্তু নির্বাচিত হননি।  ভেঙে পড়েন কপিল। গিন্নির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। কপিল পরে জানিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যেহেতু গিন্নির পরিবারের অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল ছিল তাই এই সম্পর্ককে তাঁরা মানবে না এই ভয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কপিল তা সরাসরি গিন্নিকে জিজ্ঞাসা করতেই অস্বীকার করে গিন্নি। এভাবেই চলতে থাকে। হঠাৎই একদিন নিজের পরিবারের সঙ্গে গিন্নির আলাপ করিয়ে দেন কপিল। এর পর কপিল চলে আসেন মুম্বই। সেখানে এক রিয়ালিটি শো-এ অডিশন দেন তিনি। কিন্তু নির্বাচিত হননি। ভেঙে পড়েন কপিল। গিন্নির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। কপিল পরে জানিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যেহেতু গিন্নির পরিবারের অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল ছিল তাই এই সম্পর্ককে তাঁরা মানবে না এই ভয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

7 / 8
রিয়ালিটি শো-এ প্রথম বার বাতিল হয়ে যাওয়ার পর আবারও অডিশন দেন কপিল। তখন ২০০৭ সাল। সেই শো জেতেনও কপিল। গিন্নিই আবার যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এর পর কপিলের পরিবারের তরফ থেকে গিন্নির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হলে গিন্নির বাবা 'না' করে দেন। শুরু হয় এক লম্বা অপেক্ষা।

রিয়ালিটি শো-এ প্রথম বার বাতিল হয়ে যাওয়ার পর আবারও অডিশন দেন কপিল। তখন ২০০৭ সাল। সেই শো জেতেনও কপিল। গিন্নিই আবার যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এর পর কপিলের পরিবারের তরফ থেকে গিন্নির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হলে গিন্নির বাবা 'না' করে দেন। শুরু হয় এক লম্বা অপেক্ষা।

8 / 8
অবশেষে ২০১৬-সালে কপিল গিন্নিকে আবার বিয়ের প্রস্তাব দেন। আর না করেনি গিন্নির পরিবার। ২০১৮-র ১২ ডিসেম্বর বিয়ে হয় তাঁদের। বর্তমানে মেয়েকে নিয়ে ভালই আছে তাঁরা।

অবশেষে ২০১৬-সালে কপিল গিন্নিকে আবার বিয়ের প্রস্তাব দেন। আর না করেনি গিন্নির পরিবার। ২০১৮-র ১২ ডিসেম্বর বিয়ে হয় তাঁদের। বর্তমানে মেয়েকে নিয়ে ভালই আছে তাঁরা।

Next Photo Gallery