TV9 বাংলা ডিজিটাল : ‘ প্রিটি গার্ল’ মালবিকার (এম জে) (Malobika MJ)মুকুটে এবার নতুন পালক! তিনি নিয়ে এলেন নিজের নতুন অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘স্কাইক্রু বাই মালবিকা’।সদ্যই বাজারে এসেছে ব্র্যান্ডটি।
মালবিকা বলিউডে এখন চেনা মুখ।‘ প্রিটি গার্ল’–এর পর করণ জোহর থেকে সুভাষ ঘাই, সবাই মালবিকার প্রশংসায় পঞ্চমুখ।মালবিকা কলকাতারই মেয়ে।টলিউডে বেশ কিছু ‘অফবিট’ ছবিতে উনি অভিনয় করেছেন।বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’, সুব্রত সেনের ‘সাদা ক্যানভাস’, রাজ চক্রবর্তীর ‘কাঠমুন্ডু’ এবং আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।মালবিকার ফিল্মি কেরিয়ার শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরেই।একটি মিউজিক ভিডিয়ো করতে তিনি মুম্বই যান।সেখানেই ওঁর সঙ্গে আলাপ হয় পরিচালক সুভাষ ঘাইয়ের।তিনি মালবিকাকে পাকাপাকি ভাবে মুম্বই চলে আসতে বলেন।মালবিকা মনের জোর পায়।এরপরই সুযোগ আসে টি–সিরিজের ‘ প্রিটি গার্ল’মিউজিক ভিডিয়োতে অভিনয় করার।আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।বলিউডে সবার কাছে মালবিকা এখন ‘ প্রিটি গার্ল’।
আরও পড়ুন :‘গাল্লি বয়’-এর পর আবার রণবীর-আলিয়া একসঙ্গে! পরিচালনায় করণ জোহর
‘স্কাইক্রু বাই মালবিকা’তে আপনি পাবেন লখনউ চিকনের না না ভ্যারাইটি। চিকনের জ্যাকেট, শ্রাগ, পালাজো সবই পাওয়া যাবে।দাম শুরু হচ্ছে ১৩০০ টাকা থেকে। মালবিকা জানান ভবিষ্যতে মহারাষ্ট্র এবং বাংলার কাপড় দিয়ে পোশাক বানাবার ইচ্ছে।
মালবিকা সবেই কলকাতা থেকে মুম্বই ফিরেছেন। একটি মিউজিক ভিডিয়োর গান রেকর্ডিংও করেছেন। মালবিকা জানালেন সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর বলিউডের ছবিতে ডেবিউ করতে পারেন তিনি।