স্বামীর মুখে লাথি মেরে বিপাশা বলেছিলেন ‘চলে যাও’, হঠাৎ কী এমন হল?
Bipasha Basu: মা হিসেবে বিপাশার উপর মেয়ের জন্মের প্রথম কয়েক মাস কম ঝক্কি যায়নি। তাই তাঁর ওজন বাড়ল নাকি কমে গেল, সে ব্যাপারে মন দেওয়ার মতো মানসিক অবস্থাই ছিল না তাঁর। আর সেই সময়ই তাঁকে ফেলে চলে গিয়েছিলেন করণ সিং গ্রোভর।
দু’দুটো অসফল বিয়ের পর ২০১৬ সালে একদা প্রথম সারির অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন অভিনেতা করণ সিং গ্রোভার। ২০২২ সালে বাবাও হন তিনি। একবার নিজেকের বিপাশার ক্রীতদাস বলেও সম্বোধন করেছিলেন এক সাক্ষাৎকারে। কিন্তু কেন? সন্তান হওয়ার পর বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন বিপাশা। হট-সেক্সি অবতার থেকে খানিক সরে এসে নিজেকে নিয়োজিত করেছে তাঁর একরত্তি মেয়ে দেবীর সেবায়। হৃদযন্ত্রে ফুটো নিয়ে জন্মেছিল দেবী। মা হিসেবে বিপাশার উপর মেয়ের জন্মের প্রথম কয়েক মাস কম ঝক্কি যায়নি। তাই তাঁর ওজন বাড়ল নাকি কমে গেল, সে ব্যাপারে মন দেওয়ার মতো মানসিক অবস্থাই ছিল না তাঁর। আর সেই সময়ই তাঁকে ফেলে চলে গিয়েছিলেন করণ সিং গ্রোভর। সন্তান জন্মের মাত্র পাঁচ দিনের মাথায় ফাইটার ছবির শিডিউলে যোগ দিয়েছিলেন তিনি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, যে মোটেও তিনি যেতে চাননি। তবে বিপাশা একপ্রকার তাঁর মুখে লাথি মেরে বলেছিলেন, ‘দয়া করে যাও’। স্বাধারণত তাঁরা একসঙ্গে ছবির কাজ করবেন না বলেই প্রাথমিকভাবে স্থির করেছেন। কারণ একটাই, তাঁরা একসঙ্গে শুটে ব্যস্ত থাকলে, অপরজন সন্তানের কাছাকাছিই থাকতে পছন্দ করেন। ফলে তাঁরা সন্তানকে নিয়েই ব্যস্ত। সেই সময় সন্তানকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন বিপাশা, যে নিজের ওজন বৃদ্ধির দিকেও নজর দিতে রাজি ছিলেন না।
এক সাক্ষাৎকারে তাঁর ওজন বৃদ্ধি ও তা নিয়ে নানা কটূক্তি নিয়ে প্রশ্ন করা হলে বঙ্গতনয়া বলেন, “এই মুহূর্ত দেবীই আমার কাছে অগ্রাধিকার পেয়ে থাকে। আমার চোখ খোলা থাকুক অথবা বন্ধ, আমার সব কিছু জুড়ে শুধু দেবীরই আনাগোনা। যে মুহূর্তেই আমি বাইরে যাই, মনটা উচাটন করতে থাকে যে কখন আমি বাড়ি ফিরব, কখন এসে আমার মেয়েটাকে কোলে নেব। যদি তালিকা তৈরি করতে হয়, তবে সেই তালিকায় দেবী রয়েছে একদম প্রথমে, দ্বিতীয় স্থানে রয়েছি আমি নিজে আর তৃতীয় স্থানে রয়েছে আমার স্বামী করণ সিং গ্রোভার।”